বলিউড তারকা কিয়ারা আদভানি প্রথমবারের মতো মেট গালার মঞ্চে হাঁটতে চলেছেন—এ খবরেই রোমাঞ্চিত তার ভক্তরা। বিশ্বজুড়ে আলোচিত এই ফ্যাশন ইভেন্টে অংশ নিতে চলেছেন তিনি, যা তার ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।
গত বছর কান চলচ্চিত্র উৎসবে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশ নিয়েছিলেন কিয়ারা। সেই সময় তার পরনে ছিল কালো ও গোলাপি রঙের গাউন, যা তার স্টাইল সেন্সের জন্য বেশ প্রশংসিত হয়। সেই থেকেই তাকে নিয়ে ফ্যাশনপ্রেমীদের আগ্রহ আরও বেড়ে যায়।
ফ্যাশন আর সৌন্দর্যের দিক থেকে কিয়ারা সবসময়ই ছিলেন আলোচনায়। তার স্টাইল স্টেটমেন্টের জন্য রয়েছে বিশাল অনুরাগী গোষ্ঠী। মেট গালায় তার অংশগ্রহণের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
ব্যক্তিগত জীবনেও বেশ আলোচিত কিয়ারা। ২০২০ সালে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার প্রেমের শুরু, আর ২০২৩ সালে তারা রাজকীয় আয়োজনে বিয়ে করেন রাজস্থানে। সেই বিয়ের ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় বারবার ফিরে আসে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কিয়ারা জানান তিনি মা হতে চলেছেন। ধারণা করা হচ্ছে, তিনি প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালার লাল গালিচায় হেঁটে নজর কাড়বেন। তার পোশাক, উপস্থিতি এবং মাতৃত্বের আভা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ভক্তদের ব্যাপক কৌতূহল। বলিউডের অনেক নামকরা অভিনেত্রীই মেট গালায় অংশ নিয়েছেন, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নাম।
এসএস/টিএ