ব্রিকসের উদ্যোগে প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ভ্লাদিমির কাজবেকভ সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকটি বহুপক্ষীয় উন্নয়নমূলক এই ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, এই সাক্ষাৎকারে কয়েকটি ছবিও প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
এনডিবি ২০১৪ সালে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) জোটের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, এবং ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশও এই ব্যাংকের সদস্য হয়।
এসএস/টিএ