‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে ভাঙচুর

বান্দরবানের কালাঘাটা এলাকায় বিএনপির অফিসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্বৃত্তরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে বিএনপির অফিসের তালা ভেঙে হামলা চালায়। এই সময় অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করা হয়। হামলাকারীরা চলে যাওয়ার সময় দেয়ালে 'জয় বাংলা' ও 'শেখ হাসিনার সরকার বারবার দরকার' লিখে যায়।

বিএনপি নেতাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নির্দেশে তার অনুসারীরা এই হামলা চালিয়েছে।

বিএনপি অফিসে ভাঙচুরের খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ এবং জেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের জন্য কাজ চলছে।


এসএস/টিএ

Share this news on: