১৬ বছর পরস্পরের সঙ্গে কথা বলেননি, এবার একসঙ্গে পর্দায় ফিরছেন শাহরুখ-সানি?

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল। আসন্ন ‘জাত’ সিনেমার প্রচারণার কাজ করছেন তিনি। ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি নিজের মনোভাব জানিয়েছেন তিনি। ১৬ বছর ধরে কথা বন্ধ থাকা শাহরুখ খানের সঙ্গেও অভিনয় নিয়ে নিজের অবস্থান জানালেন ধর্মেন্দ্র-পুত্র।

১৯৯৩ সালে মুক্তি পায় যশ চোপড়া পরিচালিত সিনেমা ‘ডর’। এই সিনেমাতে সানি এবং জুহি চাওলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শাহরুখ। রসায়ন ছিল অন্যরকম, আর তাই দর্শকরাও দারুণ পছন্দ করেছিলেন। কিন্তু এরপর আর কখনো একসঙ্গে দেখা যায়নি শাহরুখ-সানিকে।

আগামী কয়েক মাস সানির একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই তালিকায় আছে ‘লাহোর ১৯৪৭’ এবং ‘রামায়ণ’। সানি জানিয়েছেন, পর্দায় অন্য কোনো বড় তারকার সঙ্গে অভিনয় করতে তার কোনও সমস্যা নেই।
সানি বলেন, ‘শাহরুখের সঙ্গে আমি একটি সিনেমাতেই অভিনয় করেছি। সুযোগ পেলে আমি আবার করতে চাই। কারণ তখন অন্যরকম সময় ছিল। এখন সময় অনেকটাই বদলে গিয়েছে।’

কিন্তু শাহরুখের সঙ্গে কাজ প্রসঙ্গে তার দুশ্চিন্তার কথাও প্রকাশ করেছেন সানি। অভিনেতা জানিয়েছেন, বড় তারকাদের একসঙ্গে বড় পর্দায় তুলে ধরার মতো চিত্রনাট্য এখন লেখা হচ্ছে না।

সানির কথায়, ‘এখন পরিচালকদের আর আগের মতো ছবির উপর নিয়ন্ত্রণ থাকে না। তাছাড়া দু’জন অভিনেতাকে একসঙ্গে নেওয়ার মতো গল্পও তো লেখা হচ্ছে না।’

ইন্ডাস্ট্রিতে শোনা যায়, ‘ডর’ সিনেমার শুটিংয়ে শাহরুখ এবং সানির মধ্যে মতানৈক্য হয়। ফলে পরবর্তী ১৬ বছর তাদের মধ্যে নাকি কোনো রকম কথাবার্তা হয়নি। তাই তারা একসঙ্গে আর কোনো সিনেমায় অভিনয় করেননি। যদিও দুই অভিনেতাই প্রকাশ্যে কখনো বিষয়টা নিয়ে মন্তব্য করেননি। পরবর্তী সময়ে ‘গদর ২’-এর সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে অবশ্য সানির সঙ্গে শাহরুখকে দেখা গিয়েছিল।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার Apr 19, 2025
img
পিএসএলে ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা Apr 19, 2025
img
জিম্বাবুয়ের পেসারকে হুমকি মনে করছেন বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন Apr 19, 2025
img
আল-কায়েদার হুমকিতে নিরাপত্তা চেয়েছিলেন প্রিন্স হ্যারি Apr 19, 2025
img
সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর Apr 19, 2025
img
জাপানে সাত ডলার চুরি করে হারালেন ৮৪ হাজার ডলার Apr 19, 2025
img
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা ও বিরোধী দল Apr 19, 2025
img
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Apr 19, 2025
img
সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে অনীহা, ৩১৬ মিলের নিবন্ধন বাতিল Apr 19, 2025