সিলেটে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে হুমকি হিসেবে দেখছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “উচ্চতা ও গতির কারণে স্পোর্টিং উইকেটে সে যেকোনো দলের বিপক্ষে হুমকি হয়ে উঠতে পারে।”
তবে টাইগার ব্যাটারদের মুজারাবানির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিমন্স।
এদিকে, বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকেও সিরিজে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কোচ। তার মতে, “সঠিক জায়গায় বল করতে পারলে পেসাররা যেকোনো ব্যাটারকে চাপে ফেলতে পারে।”
জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস অবশ্য নাহিদ রানার গতি নিয়ে উদ্বিগ্ন নন। তিনি বলেন, “বিশ্বের অনেক বোলারই এখন দ্রুত গতিতে বল করে, আমরা প্রস্তুত আছি।”
প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আরআর/এসএন