প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয়, আগামীকাল নিগারদের প্রতিপক্ষ থাইল্যান্ড

নারী বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে ছয়টি দল, যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। তবে, এই বাছাই পর্বে কোনো ফাইনাল অনুষ্ঠিত হবে না। আজ থেকে শুরু হচ্ছে নারী বিশ্বকাপের বাছাই পর্ব, যার আয়োজন করছে পাকিস্তান।

টুর্নামেন্টে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে খেলা হবে। বাছাই পর্বের প্রথম দিনেই পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে স্কটল্যান্ডের।

আগামীকাল বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের প্রতিপক্ষ হয়ে। নিগার সুলতানা, ফারজানা হক পিংকি, মারুফা আক্তার, সোবহানা মুস্তারিরা মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালাই করে নিয়েছেন দুটি প্রস্তুতি ম্যাচ খেলে। নিগাররা প্রথম প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে হারিয়েছেন স্কটল্যান্ডকে। গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৬৭ রানের আকাশসম ব্যবধানে হারিয়েছেন পাকিস্তানকে। প্রথম ব্যাটিংয়ে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২৭৬ রান করে। ওপেনার ফারজানা আহত হয়ে অবসর নেওয়ার আগে ৫০ রানের ইনিংস খেলেন ৮৫ বলে ৫ চারে। আরেক ওপেনার ইশমা তানজিম ১৯ রান করেন।

অধিনায়ক নিগার সুরতানা ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭০ রান করেন ৭২ বলে ৯ চার ও ১ ছক্কায়। শেষ দিকে দিলারা আক্তার ২৯ রান করেন। তবে ১১ নম্বরে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে পাকিস্তানের বোলারদের নাভিশ্বাস তোলেন জান্নাতুল ফেরদৌস। ৩৪ বলে ৮ চারে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জান্নাতুল। ২৭৭ রানের পর্বতসমান টার্গেট ছুড়ে স্বাগতিক পাকিস্তানকে ৩৯.১ ওভারে ১০৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

নিগার বাহিনীর পক্ষে ২টি করে উইকেট নেন মারুফা, রাবেয়া খান, ফাহিমা খাতুন। নারী বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অন্যতম ফেবারিট। নিগার বাহিনী চূড়ান্ত পর্বে খেলতে পারেনি নিউজিল্যান্ডের সঙ্গে রানরেটে পিছিয়ে। ভারতের মাটিতে আট দলের বিশ্বকাপের চূড়ান্ত পর্ব সেপ্টেম্বর-অক্টোবরে। ইতোমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে রয়েছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কুয়েটে মশাল মিছিল Apr 17, 2025
img
অবৈধভাবে মাটি কাটায় কুমিল্লায় বিএনপি নেতাকে অর্থদণ্ড Apr 17, 2025
img
উচ্চ রক্তচাপের ‘নতুন ওষুধ’ হতে পারে কলা, যা বলছেন গবেষকরা Apr 17, 2025
img
থিয়েটারে হিট, ওটিটিতে ধাক্কা খেল ভিকি-রাশমিকার ‘ছাভা’ Apr 17, 2025
img
অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র Apr 17, 2025
img
ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাবর্তন, অথচ নীরব ফেডারেশন Apr 17, 2025
img
অনিল কাপুরকে বিয়ে, যা বললেন মাধুরী Apr 17, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রসচিবের সফর নিয়ে যা বলল ভারত Apr 17, 2025
img
‘জাহিরের সঙ্গে আপনার ডিভোর্স ঘনিয়ে আসছে’, কটাক্ষের মুখে সোনাক্ষীর পাল্টা জবাব Apr 17, 2025
img
৩২ কোটি টাকার অনিয়মে ঢাকা বোট ক্লাব থেকে বেনজীর আহমেদ বহিষ্কার Apr 17, 2025