শুল্ক নীতির সমালোচনায় খোদ ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের ঘোষণায় সমালোচনা করেছেন তার ঘনিষ্ঠ ধনকুবের ব্যবসায়ীরা। বুধবার ট্রাম্পের এই সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে পুঁজিবাজারে ব্যাপক দরপতন ঘটে।

গত রোববার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ একটি পোস্টে ট্রাম্পের সমর্থক ধনকুবের বিনিয়োগকারী বিল অকম্যান বলেছেন, নতুন শুল্ক আরোপের পথে এগিয়ে গেলে সেটা অর্থনৈতিক দিক থেকে পরমাণু যুদ্ধের মতো হতে পারে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন অকম্যান।

তিনি আরও বলেন, যদি নতুন শুল্ক কার্যকর হয়, তবে বাণিজ্যিক বিনিয়োগ ক্রমশ গতি হারাবে এবং ক্রেতারা অর্থ ব্যয় বন্ধ করে দেবেন।
অকম্যান আরও লেখেন, বাকি বিশ্বের কাছে আমাদের যে সুনাম রয়েছে, আমরা সেটির গুরুতর ক্ষতি করব এবং এই সুনাম পুনরুদ্ধার করতে কয়েক বছর এবং সম্ভবত কয়েক দশক লেগে যাবে।

পারশিং স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অকম্যান আরও বলেছেন, যদি ট্রাম্প তার পথ পরিবর্তন না করেন, তবে আমরা নিজেদের তৈরি করা একটি অর্থনৈতিক পরমাণু দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের আশ্রয় খোঁজা শুরু করা উচিত।

তিনি আরও বলেন, একটি অর্থনৈতিক পরমাণু যুদ্ধের মাঝখানে কোনো সিইও এবং কোনো পরিচালনা পরিষদ আমাদের দেশে বড়, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রতিশ্রুতি দিতে কি স্বস্তিবোধ করবেন? প্রেসিডেন্ট বিশ্বজুড়ে ব্যবসায়িক নেতাদের আস্থা হারাতে শুরু করেছেন।

এদিকে ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত জেপিমরগ্যান চেজ–এর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জেমি ডিমোন শুল্ক আরোপের সমালোচনা করেছেন।

সোমবার ডিমোন সতর্ক করে বলেন, শুল্কের ফলে পণ্যের মূল্যবৃদ্ধি, বৈশ্বিক অর্থনীতি মন্দার দিকে ধাবিত হওয়ার এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো বার্ষিক চিঠিতে ডিমোন আরও লেখেন, সাম্প্রতিক শুল্ক খুব সম্ভবত মুদ্রাস্ফীতি বৃদ্ধি করবে এবং অনেকেই মনে করছেন, এতে মন্দার সম্ভাবনাও অনেক বাড়বে। শুল্কের কারণে মন্দা দেখা দেবে কি দেবে না, তা নিয়ে এখনো হয়তো প্রশ্নের অবকাশ আছে, কিন্তু এটা অর্থনীতির গতি হ্রাস করবে।

আরেক কোটিপতি বিনিয়োগকারী স্ট্যানলি ড্রুকেনমিলার সোমবার এক্সে এক পোস্টে বলেন, তিনি ১০ শতাংশের বেশি শুল্ক আরোপের পক্ষে নন।
ফিশার ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ধনকুবের কেন ফিশার এক্সে এক পোস্টে বলেছেন, ‘ট্রাম্প (গত) বুধবার যে ঘোষণা দিয়েছেন, সেটা বোকামি, ভুল, চরম উদ্ধত, ব্যবসায়িক অভিজ্ঞতাকে অবজ্ঞা করা এবং সমস্যাই নয়—এমন একটি বিষয়কে ভুল যন্ত্র দিয়ে সমাধানের চেষ্টা করা। আমার অভিজ্ঞতা বলছে, এটা ব্যর্থ হবে এবং সমস্যা যতটা তার চেয়ে আতঙ্ক বেশি এবং এখান থেকে এটা অতিরঞ্জিত।

ফিশার এদিন বিশেষভাবে উল্লেখ করেছেন, তিনি সাধারণত প্রেসিডেন্টদের কার্যক্রম নিয়ে জনসম্মুখে কথা বলেন না। কিন্তু শুল্ক নিয়ে এখন পর্যন্ত ট্রাম্প যা করেছেন, সেটা মেনে নেওয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাকি বিশ্বের বাণিজ্যে ভারসাম্য আনার কথা বলে ২ এপ্রিল বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তালিকায় থাকা কয়েকটি দেশের ওপর তিনি উচ্চ হারে শুল্ক আরোপের কথা বলেছেন। বুধবার সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, তা গত শনিবার থেকে কার্যকর হয়েছে। সর্বশেষ আরোপ করা শুল্ক কার্যকর হবে বুধবার থেকে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র Apr 17, 2025
img
ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাবর্তন, অথচ নীরব ফেডারেশন Apr 17, 2025
img
অনিল কাপুরকে বিয়ে, যা বললেন মাধুরী Apr 17, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রসচিবের সফর নিয়ে যা বলল ভারত Apr 17, 2025
img
‘জাহিরের সঙ্গে আপনার ডিভোর্স ঘনিয়ে আসছে’, কটাক্ষের মুখে সোনাক্ষীর পাল্টা জবাব Apr 17, 2025
img
৩২ কোটি টাকার অনিয়মে ঢাকা বোট ক্লাব থেকে বেনজীর আহমেদ বহিষ্কার Apr 17, 2025
img
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০ Apr 17, 2025
img
কেকেআর-পাঞ্জাব ম্যাচের দিনই কলকাতায় তারকাখচিত ইভেন্ট আরিয়ানের Apr 17, 2025
img
তালেবানের ‘সন্ত্রাসী’ তকমা বাতিল করল রাশিয়া Apr 17, 2025
img
রণবীর কাপুর না রাণবীর সিং? পুরনো প্রশ্নে দীপিকার জবাব আবার আলোচনায় Apr 17, 2025