ইসরায়েল-হামাস যুদ্ধকে এখন আর আগের মতো গুরুত্ব দিচ্ছেন না অনেক মার্কিন নাগরিক। পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপ বলছে, ব্যক্তিগত বা জাতীয় স্বার্থে এই সংঘাতকে গুরুত্বপূর্ণ মনে করা মার্কিনিদের সংখ্যা গত বছরের তুলনায় কমে গেছে।
প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করেছেন ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে। এই সময়েই দেশটিতে ইসরায়েলবিরোধী জনমত আরও জোরালো হয়েছে।
গত তিন বছরে ইসরায়েল সম্পর্কে মার্কিন জনসাধারণের দৃষ্টিভঙ্গি আরও নেতিবাচক হয়ে উঠেছে। মার্কিন প্রাপ্তবয়স্কদের অর্ধেকেরও বেশি (৫৩ শতাংশ) এখন ইসরায়েল সম্পর্কে প্রতিকূল মতামত দিচ্ছেন। ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের হামলা এবং এর ফলে গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণের আগে ২০২২ সালের মার্চ মাসে এই হার ছিলো ৪২ শতাংশ।
নতুন জরিপ অনুসারে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আমেরিকানদের আস্থা তুলনামূলকভাবে কমেছে (৩২%)। নেতানিয়াহুর সাম্প্রতিক সফরের ঠিক আগে ২৪-৩০ মার্চ পর্যন্ত ৩ হাজার ৬০৫ জন মার্কিন প্রাপ্তবয়স্কের জাতীয়ভাবে প্রতিনিধিত্বকারী নমুনার মধ্যে এই জরিপটি পরিচালিত হয়েছিল।