দ্বিতীয় রিপাবলিক কী, এই ২৭ বছরের ছেলেরা বোঝে? : এম নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্দেশে মন্তব্য করেছেন। তিনি বলেন, "এই ছেলেরা একেক সময় একেক ধরনের প্রস্তাব দেয়, যেমন ভোটারের বয়স সতেরো বছরে নামিয়ে আনার প্রস্তাব। কিন্তু এটি সংবিধান সংশোধনের বিষয়। তারা দ্বিতীয় রিপাবলিক ঘোষণার দাবি তুলছে, যা তাদের বয়সী কেউ বোঝে না। আসলে তাদের পিছনে দুই তাত্ত্বিক গুরু রয়েছেন, যারা তাদের ঠিক করে কখন কী বলতে হবে।"

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ইম্পিরিয়েল মেডিকেল কলেজের মাঠে চাঁদনিঘাট ইউনিয়ন বিএনপি পূর্ব শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসের রহমান বলেন, ‘দেশ এখন দুটি ধারায় বিভক্ত। একটি ধারা বলে নির্বাচন আরেকটি ধারা বলে সংস্কার। সংস্কার প্রয়োজন। কিন্তু এর জন্য সীমাহীন সময় দেওয়া যাবে না। সময়ের প্রয়োজনে যেগুলো দরকার, সেগুলো সংস্কার করতে হবে। কিন্তু সংবিধান ছাড়া সব সংস্কারই করেন। কোনো অসুবিধা নেই। সংবিধান সংস্কার একমাত্র সংসদ ছাড়া করা যাবে না। দুর্নীতি দমনের সংস্কার, পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, জুডিশিয়ারি সংস্কার, যত সংস্কার আছে সব করেন। কিন্তু সংবিধানের সংস্কারে হাত দিতে পারেন না।

এনসিপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারা বলে এই সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান করতে হবে। তাদের বয়সই হলো এই সংবিধানের বয়সের অর্ধেক। আর তারা সংবিধান নিয়ে কথা বলে, তারা কারা সংবিধান নিয়ে কথা বলার? সংবিধানে অনেক কিছু পরিবর্তন আনতে হবে, তবে তা নির্বাচনের পরে। সংসদে আলোচনা করে পরিবর্তন করতে হবে। কিন্তু তারা আগেই চায়। কেন? এটা বুঝতে কি রকেট সায়েন্স জানতে হবে? কারা নির্বাচনে জয়লাভ করবে। বিএনপি ইনশাআল্লাহ আড়াইশো সিট নিয়ে ক্ষমতায় যাবে, আর তাদের ভয় এখানেই।

বিএনপির এ নেতা বলেন, আজকাল আরেকটা নতুন শব্দ বের হয়েছে, এটা বেশি ব্যবহার করে একটি ইসলামী দল। শব্দটি হলো যৌক্তিক। এখন তাদেরকে যদি জিজ্ঞাসা করি যৌক্তিকটা কতদিন, এটার কোনো উত্তর পাওয়া যায় না। এই যৌক্তিকটা কতদিন একমাস, ছয়মাস, এক বছর না তিন বছর- আসলে যৌক্তিকটা কতো, এটার কোনো উত্তর তাদের কাছে নেই। শব্দ একটাই শিখেছে বলে ‘যৌক্তিক’। যৌক্তিক বলে কোনো শব্দ রাজনীতির ইতিহাসে চলে না।’

চাঁদনিঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন। আরও বক্তব্য রাখেন - জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, বিএনপি নেতা আয়াছ আহমদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ প্রমুখ।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ Apr 18, 2025
img
দিনে ধাওয়া-পাল্টাধাওয়া, রাতে বৈষম্যবিরোধী-এনসিপির মুখোমুখি ছাত্রদল Apr 18, 2025
img
বিয়ে ঠিক হওয়ার পরও কেন ভেঙে যায় শহিদ-কারিনার প্রেম Apr 18, 2025
img
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: রিজভী Apr 18, 2025
img
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার Apr 18, 2025
img
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পাওয়ার চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা Apr 18, 2025
img
এবার কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে কারিগরি শিক্ষার্থীরা Apr 18, 2025
img
জুনিয়র সাফ মিশন শুরু যশোরে আধুনিক একাডেমিতে Apr 18, 2025
img
ইউএনইসিই’র জলপথ চুক্তিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ Apr 18, 2025
img
জয়ের পর শাস্তি পেলেন দিল্লির বোলিং কোচ Apr 18, 2025