সাইফ আলি খানের উপরে হামলা : ১০০০ পাতার চার্জশিট জমা দিল মুম্বাই পুলিশ

সাইফ আলি খানের বাড়িতে হামলার জন্য অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে মুম্বাই পুলিশ ১০০০ পাতার চার্জশিট জমা দিয়েছে। এই চার্জশিটে শরিফুলের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ, আঙুলের ছাপ এবং ফরেন্সিক রিপোর্টসহ একাধিক প্রমাণ রয়েছে। এর পাশাপাশি, শরিফুলের ব্যাগ থেকে সাইফ আলির শরীরে গেঁথে থাকা ছুরির একটি অংশও উদ্ধার করা হয়েছে, যা পুলিশে দাবি করেছে তার অপরাধের প্রমাণ হিসেবে।

শরিফুল, যিনি বাংলাদেশি নাগরিক এবং ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন, সম্প্রতি মুম্বাই নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন। তবে পুলিশের দাবি, শরিফুলের পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই তাকে জামিন দেওয়া উচিত নয়। আদালতকে উত্থাপিত চার্জশিটে পুলিশ জানিয়েছে, শরিফুল অত্যন্ত গুরুতর অপরাধে জড়িত, এবং তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে।

এদিকে, মার্চের শেষে শরিফুল আদালতে আবেদন করেছিলেন যে তিনি নির্দোষ এবং তার বিরুদ্ধে মামলা মনগড়া। জামিন পেলেও আদালতের নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে, বিশেষ একটি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট ফাঁস হওয়ায় পুলিশকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কি করে সাইফ আলি খানের হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ, বিশেষত যখন অভিযোগপত্রে উঠে আসা তথ্যের সঙ্গতি নিয়ে বিতর্ক ছিল।

এই ঘটনাটি এখন মুম্বাইয়ের আদালতে নতুন মোড় নিয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে সাইফ আলি খানের হামলার মূল রহস্য উদঘাটন করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরএ/টিএ

Share this news on: