হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল। নির্বাচন কমিশন দলটিকে প্রতীক হিসেবে 'রকেট' বরাদ্দ দিয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে দলটির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডলের হাতে নিবন্ধনের সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সুকৃতি কুমার মন্ডল জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধনের জন্য আবেদন করেছিল বিএমজেপি। বাছাই পর্বে থাকা সত্ত্বেও বিশেষ কারণে দলটি সে সময় নিবন্ধন পায়নি। পরবর্তীতে ৫ আগস্টের পর রিট দায়ের করে তারা।
তিনি আরও বলেন, "আজ আমাদের বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো। প্রায় ৫৪ বছর পর আমরা রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার সুযোগ পেলাম। প্রায় তিন কোটির সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের মাধ্যমে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় হতে পারব। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন রয়েছে।"
বিএমজেপি ২০১৭ সালে আত্মপ্রকাশ করে। নিবন্ধন না পেয়ে তারা আইনি লড়াইয়ে যায় এবং অবশেষে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ বেশ কয়েকটি নতুন দল নিবন্ধন পায়। আদালতের নির্দেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পর এবার বিএমজেপিও অন্তর্ভুক্ত হলো নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায়। এই নিবন্ধনের ফলে দেশে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫০টিতে।
এসএস/এসএন