ট্রাম্পের শুল্ক শিথিলতার ইঙ্গিতেই শেয়ার বাজারে ঝড়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় সর্বোচ্চ রেকর্ড

পারস্পরিক শুল্ক নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকা ইউ-টার্ন নিতেই বদলে গেল খেলা। অত্যাশ্চর্য গতিতে ঘুরে দাঁড়াল বিশ্বের অধিকাংশ শেয়ার বাজার। এর প্রভাব যে ভারতের উপরে পড়বে, তা এক রকম নিশ্চিত করেছেন আর্থিক বিশ্লেষকেরা। ফলে লক্ষ্মীবারে লগ্নিকারীদের মোটা মুনাফার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৯ এপ্রিল) চিন বাদে অন্য সমস্ত দেশ থেকে আমদানি পণ্যের উপর বর্ধিত শুল্ক আরোপের বিষয়টি ৯০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের প্রশাসন। এর পরই ঊর্ধ্বমুখী হয় মার্কিন শেয়ার সূচক। উল্লেখ্য, ট্রাম্পের পারস্পরিক শুল্ক নীতিতে আমেরিকায় মহামন্দা আসার আশঙ্কা দেখা দিয়েছিল। গত কয়েক দিন যাবৎ বাজার মারাত্মক ভাবে অস্থির থাকায় আমেরিকান বন্ড এবং ডলারের দাম ক্রমাগত হ্রাস পাচ্ছিল।

ওয়াল স্ট্রিটের ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজে সূচক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নাসডাক বেড়েছে ১২ শতাংশ। গত ২৪ বছরের মধ্যে যা সর্বোচ্চ। ২০০১ সালের ৩ জানুয়ারির পর আর কখনই ১২ শতাংশ চড়েনি নাসডাক। এক দিনের নিরিখে তৃতীয় সর্বোচ্চ সীমায় ওঠার রেকর্ড করেছে এই স্টকের সূচক।

একই ছবি দেখা গিয়েছে এসঅ্যান্ডপি ৫০০-তে। বুধবার এই মার্কিন শেয়ার সূচকটি সাড়ে ন’শতাংশ বৃদ্ধি পায়। ২০০৮ সালের পর এটিই তার সেরা পারফরম্যান্স। এক দিনের নিরিখে দেখতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় সর্বোচ্চ শিখরে উঠল ওই মার্কিন শেয়ার বাজার। আমেরিকার শেয়ার বাজার ঘুরে দাঁড়াতেই এশিয়ার স্টকের সূচকগুলি দ্রুত গতিতে উপরের দিকে ছুটতে শুরু করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাজার খুলতেই জাপানের নিক্কেই ২২৫-এ ৮.৩ শতাংশের ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোপসি চড়ছে পাঁচ শতাংশ। অস্ট্রেলিয়ার শেয়ার বাজারে ছ’শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। ট্রাম্প ১২৫ শতাংশ শুল্ক আরোপ করলেও হংকং এবং সাংহাইয়ের শেয়ার বাজার চাঙ্গা রয়েছে। সেদিক থেকে চিনের তেমন কোনও লোকসান হয়েছে, তা বলা যাবে না।

এসএম/টিএ

Share this news on: