ফের একই বিতর্কের জন্ম দিলেন জাদেজা, ক্ষুব্ধ স্টোকসরা

হেডিংলিতে হারের পর এজবাস্টন টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নেমেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চলমান টেস্টের নিয়ন্ত্রণ অবশ্য ভারতের হাতেই রয়েছে। অধিনায়ক ‍শুভমান গিলের ২৬৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৫৮৭ রানের বড় পুঁজি পেয়েছে সফরকারীরা। এরই মাঝে বিতর্ক চলছে ৮৯ রান করা রবীন্দ্র জাদেজার বিতর্কিত কাণ্ডে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস।

মূলত ‘ডেঞ্জার জোন’ অঞ্চল দিয়ে ব্যাটারদের দৌড়ানের বিধি-নিষেধ রয়েছে। জাদেজা সেই নিয়ম লঙ্ঘন করায় আগেও শাস্তি পেয়েছে ভারত। এবারও তিনি একই বিতর্কে জড়ালেন, যা নিয়ে অন-ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পক্ষ থেকেও ভারতীয় তারকাকে সতর্ক করা হয়েছে। ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি হলে সেটিকে আইসিসির নীতিমালা অনুসারে ‘ইচ্ছাকৃত অথবা অপরিহার্য ক্ষতি’ হিসেবে ধরে নিয়ে ভারতকে ৫ রান জরিমানা করতেন আম্পায়ার।



এজবাস্টন টেস্টে দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই ঘটে সেই ঘটনা। ওকসের বলে দ্রুত রান নেওয়ার চেষ্টায় স্টাম্প বরাবর পিচ দিয়ে দৌড়ান জাদেজা। যদিও পরে রানআউটের ঝুঁকি আছে দেখে তিনি সেই রান সম্পন্ন করেননি। পরবর্তী বল ডেলিভারির আগে কিছুটা হেঁটে গিয়ে তাকে এজন্য সতর্ক করেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। উইকেটের মাঝ বরাবর অংশটিকে ব্যাটারদের রান নেওয়ার ক্ষেত্রে ‘ডেঞ্জার জোন’ হিসেবে চিহ্নিত হয়। সতর্কতার পরও সেই অঞ্চল দিয়ে দৌড়ালে পেনাল্টি দিতে হয় নির্দিষ্ট দলকে।

একই ওভারের শেষদিকে আবারও জাদেজার বিরুদ্ধে একই অভিযোগ তোলেন ওকস। এ সময় তার সঙ্গে যোগ দেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও। তিনি ভারতীয় তারকা অলরাউন্ডারের উদ্দেশ্যে বলেন, ‘দেখো (আঙুল দিয়ে দেখিয়ে), তুমি কী করেছ।’ জবাবে স্বপক্ষে যুক্তি দিয়ে জাদেজা বলেন, ‘কিন্তু আমি এদিক দিয়ে (সেন্টার উইকেটের বাইরে) এসেছি। আমি তো বল করছি না যে ওদিকে যাব। আমি কেন এমনটা করব? ব্যাটিংয়েই আমার পুরো মনোযোগ।’

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওই প্রসঙ্গ তোলা হয় জাদেজার সামনে। জবাবে এই তারকা বলেন, ‘তারা (ওকস-স্টোকস) ভেবেছিল আমি নিজের কাজটা কঠিন করে তুলছি। যেভাবেই হোক পেসাররা এই কাজটা করছে, আমার তেমনটা করার দরকার নেই। সে বারবারই আম্পায়ারকে বলছিল আমি উইকেটের ওপর দিয়ে দৌড়াচ্ছি। আমার তেমন কোনো ইচ্ছা–ই নেই। সম্ভবত একবার অথবা দু’বার ভুলে করে ফেলতে পারি, কিন্তু সেটা ইচ্ছাকৃত নয়।’

এর আগে ২০১৬-১৭ সালে ভারতের ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে জাদেজা ডেঞ্জার জোন দিয়ে দৌড়ানোয় স্বাগতিকদের ৫ রান জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি দেওয়া হয় তিনটি ডিমেরিট পয়েন্টও। এ ছাড়া ২০২৪ আইপিএলেও স্টাম্পের লাইনে দৌড়ানোয় রানআউট মিস হওয়ার অভিযোগ ওঠে জাদেজার বিরুদ্ধে। আম্পায়ার চাইলে তাকে তখন ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের সিদ্ধান্ত দিতে পারতেন।


ইউটি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ব্যাংকক থেকে মিষ্টি খুনসুটি শেয়ার করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা Jul 04, 2025
img
৬২ রান করেও তামিম বললেন, নিজের সেরাটা দিতে পারিনি Jul 04, 2025
দীপিকার অর্জনে যুক্ত হচ্ছে আরেকটি বৈশ্বিক স্বীকৃতি Jul 04, 2025
হোটেলে হাঁটছিলাম, কেউ আমার দিকে ঘুরেও তাকাল না: অভিষেক Jul 04, 2025
চলতে পারে বরফে, উড়তে নয়—দেশে প্রথম হোমমেড ‘এয়ার স্লেজ’! Jul 04, 2025
“জুলাই শুধু এক দলের নয়!"যে কারণে সরে গেলেন উমামা ফাতেমা! Jul 04, 2025
৫৪ বছরে বহু ও ১৭ বছরও বহু রাজনীতি দেখেছেন কিন্তু মুক্তি দিয়েছে ছাত্র জনতা Jul 04, 2025
img
সরকারি চাকরি অধ্যাদেশে পরিবর্তন, তদন্ত ছাড়া আর শাস্তি নয় Jul 04, 2025
img
ব্রাজিলে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান আফিদা Jul 04, 2025
img
শুটিংয়ের ফাঁকে রাজ-শুভশ্রীর লাক্সারি ট্রিপ Jul 04, 2025
img
টিভি ও সংবাদপত্রের কিছু কর্তা সরাসরি সহিংসতা উসকে দিয়েছিলেন: উপ-প্রেস সচিব Jul 04, 2025
img
সহ-অভিনেতাদের বলা হতো আমাকে এড়িয়ে চলতে: ফাতিমা সানা শেখ Jul 04, 2025
img
শুরুটা ভালো হলেও ব্যাটিং ধসে লঙ্কানদের বিপক্ষে পরাজয় বাংলাদেশের Jul 04, 2025
img
সাফল্য নয়, সংগ্রামই তৈরি করেছে ঋতুপর্ণাকে Jul 04, 2025
img
'সে তো আজও বোঝে না' - সোহম চক্রবর্তীর অচেনা রূপ ফার্স্ট লুকে! Jul 04, 2025
img
সাজিদ খানের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করলেন এষা Jul 04, 2025
img
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: আবু সাঈদের ভাই Jul 04, 2025
জিম নয়, জাদুকরী পানীয়ই অক্ষয়ের ফিটনেসের চাবিকাঠি! Jul 04, 2025
ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জুলাই শহীদ রনির মা! Jul 04, 2025
img
প্রচারের চেয়ে অভিনয়ে বেশি মনোযোগ অমৃতা চট্টোপাধ্যায়ের Jul 04, 2025