যে কারণে ৮ মাসেও অমিমাংসিত জামায়াতের ৩ ইস্যু

দল হিসেবে নিবন্ধন, দলীয় প্রতীক দাড়ি পাল্লা ও সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি। জামায়াতের এই তিন মহা গুরুত্বপূর্ণ ইস্যু ঝুলে আছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে। আওয়ামী সরকারের পতনের ৮ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও অমিমাংসিত এই ৩ ইস্যু। বিশ্লেষকদের চোখে দলটির ভবিষ্যৎ তাই এখনও অনেকটাই ঝাপসা। 

বিগত শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। হাসিনার পতনের আট মাস অতিবাহিত হলেও দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলা এখনও ঝুলছে আপিল বিভাগে। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা জামাতের পুনরায় ফিরে পাওয়ার বিষয়টিও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি এখনও জানায়নি আদালত। আগামী ২২ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। আওয়ামী সরকারের পতনের এতদিন পেরিয়ে গেলেও জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ এ তিন ইস্যু এখনও নিষ্পত্তি না হওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।

জামায়াতের আইনজীবীরা আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। একইসঙ্গে আইনি লড়াইয়ের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লা ঝুলানো থাকায় তা কোনো পার্টির ব্যবহার করাটা সমীচীন নয় বলে জানানো হয়। তবে এর কোন আইনগত বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবীরা।
টিএ/

Share this news on: