২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেওয়া নিদ্রা দে নেহা, যিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপন দিয়ে, এরপর নাটক, ওয়েব সিরিজ এবং সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। মাত্র পাঁচ বছরের অভিনয় ক্যারিয়ারে নানা সফলতা অর্জন করলেও সম্প্রতি আকস্মিকভাবে শোবিজ অঙ্গন ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গত বুধবার নিজের ফেসবুক স্ট্যাটাসে শোবিজ ইন্ডাস্ট্রির নানা অনৈতিক দিক তুলে ধরে ক্লান্তির কথা শেয়ার করেছেন নিদ্রা। তিনি জানান, বর্তমানে তার জন্য এই পরিবেশে কাজ করা সম্ভব নয়, তাই তিনি এই পথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আমি একজন অভিনেত্রী, একজন শিল্পী, একজন নৃত্যশিল্পী। সেই কারণেই আমি সবসময় শিল্প, সংস্কৃতি, অভিনয় এসব কিছুর সাথে জড়িত থাকতে চেয়েছি। অভিনয়ের মাঝেই আমি সবচেয়ে বেশি তৃপ্তি পাই।
কিন্তু দুর্ভাগ্যবশত, যে ভালোবাসা আমি অভিনয়ের প্রতি অনুভব করতাম, তা দিনে দিনে অন্যায়ের কারণে নষ্ট হয়ে গেছে। তাই আমি আর এই বিশৃঙ্খলার অংশ হতে চাই না।
আমি আমার জীবনের ৫ বছর ব্যয় করেছি নিজেকে একজন অভিনেতা হিসেবে গড়ে তুলতে। কিন্তু আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের কারণে আমি আর কোনো কাজ চালিয়ে যেতে পারছি না। এজন্যই আমি ধীরে ধীরে এই মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে আগ্রহ হারিয়ে ফেলছি, যেখানে বেশিরভাগ মানুষ মেধা আর পরিশ্রমের যথাযথ মূল্য দেয় না।
যারা পেশাদার, যোগ্য, আন্তরিক এবং তাদের প্রজেক্ট নিয়ে সিরিয়াস, যারা তাদের কাজে নিষ্ঠাবান এবং আবেগপ্রবণ—তাদের অনেকেই প্রাপ্য সম্মান, উপযুক্ত অবস্থান পান না, শুধুমাত্র জনপ্রিয়তা না থাকার কারণে, ফলোয়ার কম থাকার কারণে, বা কোনো সিন্ডিকেটের অংশ না হওয়ার কারণে।
আর কখনো কখনো শুধুমাত্র নতুন হওয়াটাই তাদের অপরাধ হয়ে দাঁড়ায়, আবার কখনো শুধুমাত্র প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণেও তারা অবহেলিত হয়। তারা বারবার দমন-পীড়নের শিকার হয়।
আমি জানি আমার ক্যারিয়ারের সময় খুব সীমিত। কিন্তু আমি আর এই অনৈতিক ব্যাপারগুলো মেনে নিতে পারছি না। আমি সবসময় চেয়েছি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে। কিন্তু এখন মনে হয় কেউ এসবের মূল্য দেয় না।
যারা সত্যিই আমার গুণের মূল্যায়ন করেছেন, যারা আমাকে এবং আমার কাজকে ভালোবেসেছেন— তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং সবশেষে, আমি চিরকাল দর্শকদের প্রতি কৃতজ্ঞ থাকবো।
এই পাঁচ বছরে যদি আমি কারো প্রতি কোনো ভুল করে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।
সবশেষ এই অভিনেত্রী লেখেন, আমার কিছু আসন্ন প্রজেক্ট আছে, তবে আমি এখন মানসিকভাবে সুস্থ অবস্থায় নেই কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়ার।
প্রসঙ্গত বরিশালের ভোলার মেয়ে নিদ্রা নেহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়েছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয় ও নাচ সমানতালে চালিয়ে গেছেন তিনি। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিনেমা ‘আন্তঃনগর’-এ।
আরএ/এসএন