শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা, শিবপ্রসাদের ভিন্নধর্মী প্রেম প্রকাশ

পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ভালোবাসা প্রকাশের নতুন ভাষা খুঁজলেন পর্দায়। ‘আমার বস্’ ছবির গানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে লিখলেন জয় গোস্বামীর কবিতা। প্রেম দেখাতে চুমুর চেয়ে এই ভাবনা অনেক বেশি গভীর ও সংবেদনশীল বলেই মনে করেন তিনি।

শিবপ্রসাদের ভাষায়, “প্রেম বোঝাতে চুমুই খেতে হবে?”—এর জবাবে সৃষ্টি হল এক ভিন্নধর্মী রোম্যান্সের দৃশ্য।

দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হয়, ‘বহুরূপী’র সেই শিবপ্রসাদ আদ্যোপান্ত প্রেমিক হয়ে বৈশাখের তপ্ত হাওয়ায় নেশা ধরাবেন বা‌ঙালির মনে। কী বলছেন তিনি? “আমার প্রেম একেবারেই আসে না! পরিচালক নন্দিতা রায় প্রায় বেত মেরে মেরে আমায় দিয়ে প্রেমের দৃশ্য করান।” গত পুজোয় ‘বহুরূপী’ ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রযোজক-পরিচালক-অভিনেতার ঘনিষ্ঠ দৃশ্য চর্চার বিষয় হয়েছিল। পর্দায় সাধারণত শিবপ্রসাদকে এতটাও ঘনিষ্ঠ দৃশ্যে চট করে দেখা যায় না। সে কথা তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। হাসতে হাসতে বলেছেন, “এই ধরনের দৃশ্যে আমি যে কতটা আড়ষ্ট সেটা কেবল নন্দিতাদি জানেন। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হাত-পা কাঁপতে থাকে। শেষে নায়িকাদেরই এগিয়ে আসতে হয়। আমায় কাছে টেনে নিতে হয়। তাঁদের সহযোগিতায় ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ে পাশ করে যাই।”

এ প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়েছেন ‘কণ্ঠ’ ছবির। জানিয়েছেন, নায়িকা পাওলি দামের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কিছুতেই সহজ হতে পারছিলেন না। সে কথা নন্দিতাকে নায়িকা জানাতেই পরিচালক পাওলিকে দৃশ্য জীবন্ত করার দায়িত্ব নিতে বলেন। পাওলিকে শেষে শিবপ্রসাদের কাছাকাছি আসতে হয়েছিল!

সেই শিবপ্রসাদ অভিনেত্রী শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখলেন। বাংলা নববর্ষের আগে মুক্তি পেল উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ‘আমার বস্’ ছবির আরও একটি গান ‘মালাচন্দন’। সদ্য মুক্তি পাওয়া গানে আরও ছকভাঙার মতো ঘটনা আছে। এই গানে নিজেকে ভেঙেছেন অনুপম রায়ও। তাঁর লেখা, সুর দেওয়া এবং গাওয়া গানে ‘চেনা অনুপম’কে কোথাও খুঁজে পাবেন না শ্রোতা।

“জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর এবং প্রেমিকের সংলাপ’ কবিতা আমার অত্যন্ত প্রিয়। জয়দাকে বলেছিলাম, কবিতাটি আমরা ছবিতে ব্যবহার করব। পর্দায় আমার আর শ্রাবন্তীর সম্পর্ক ওই কবিতার মতোই। যেখানে সম্পর্কের টানাপড়েন, লড়াইয়ের মধ্যেও কোথাও মুগ্ধতা থাকে। জয়দার কবিতার নির্যাস তেমনই”, ভাবনা ভাগ করে নিয়েছেন বড় পর্দার ‘অনিমেষ’। ‘আমার বস্’ ছবিতে এই নামেই তাঁকে দেখা যাবে।

শিবপ্রসাদের মতে, প্রেমে পড়লে মানুষ অনেক কিছুই করেন। বাস্তবে প্রেমিক-প্রেমিকা অনেক সময়েই শরীরে ট্যাটু বা উল্কি এঁকে সেই অনুভূতির প্রকাশ ঘটান। চিত্রনাট্যকার জিনিয়া সেনের পর্দায় আসে চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্য। সেই জায়গা থেকে জিনিয়ার মনে হয়েছে, গানে যদি নায়িকার খোলা পিঠে নায়ক কবিতার কয়েকটি পঙ্‌ক্তি লিখে দেন তা হলে কেমন হয়? “বিষয়টা যেমন অভিনব তেমনই অনুভূতিপ্রবণ। এতে বাংলা ভাষাও অক্ষুণ্ণ থাকল, বাংলা কবিতা সম্বন্ধেও ওয়াকিবহাল থাকল এ প্রজন্ম।”

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল ভারতীয়রা Apr 18, 2025
img
‘শ্রমিক ইউনিয়ন নির্মূলের কাজে সহযোগিতা করছে প্রশাসন’ Apr 18, 2025
img
সুরমা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার Apr 18, 2025
img
পুরনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আবারো জুলাইতে ফিরে যাব : খান তালাত মাহমুদ রাফি Apr 18, 2025
img
আমি শাহরুখের থেকেও বেশি ব্যস্ত : অনুরাগ কাশ্যপ Apr 18, 2025
img
কর্ণফুলীতে আগুনে পুড়ল ৬ ঘর, দগ্ধ ৩ Apr 18, 2025
img
নিজস্ব স্বার্থে পরিচালিত হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি : উপ-প্রেসসচিব Apr 18, 2025
img
গাজা সফরকারীদের ভিসা তদন্তে সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র Apr 18, 2025
img
উইলিয়ামসনের চোখে ভবিষ্যতের সেরা পাঁচ ক্রিকেটার Apr 18, 2025
img
গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র, তালিকায় আছে বাংলাদেশিরাও Apr 18, 2025