বলিউড অভিনেত্রী ও সুস্মিতা সেনের প্রাক্তন ভ্রাতৃবধূ চারু আসোপা মেয়েকে নিয়ে মুম্বাই ছেড়ে ফিরে গেলেন রাজস্থানের বিকানেরে।
রাজীব সেনের সঙ্গে বিচ্ছেদের পর মেয়ের দায়িত্ব একা কাঁধে নিয়ে মুম্বাইয়ের চড়া খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি।
চারু জানান, মাসে দেড় লাখ খরচের শহরে মেয়েকে পরিচারিকার কাছে ছেড়ে দিতে চাননি তিনি। তাই নিজের শহরে ফিরে গিয়ে পরিবারকে পাশে রেখে মেয়েকে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন বাড়িতে বসেই শুরু করেছেন ফেসবুক লাইভে পোশাক বিক্রির ব্যবসা।
নিজের শহর বিকানেরে ফিরে আসার সময় রাজীবকে বার্তাও পাঠান চারু। তিনি বলেন, ‘‘আমি ভুল কিছু করছি না। আমি চাই না আমার মেয়েকে পরিচারিকার কাছে মানুষ করতে। আমি খুব সচেতন ভাবেই বিকানের ফিরে যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি কাজে থাকলে আমার মেয়ে অন্তত তাঁর দাদু-দিদার সঙ্গ পাবে। ফিরে আসার আগে রাজবীকে একটা বার্তা পাঠাই। ও যে কোনও সময় ওঁর মেয়েকে দেখতে বিকানের আসতে পারে।’’
রাজীবকে মেসেজে জানিয়েছেন—মেয়েকে দেখতে তিনি বিকানেরে আসতে পারেন যেকোনও সময়। নিজের সংগ্রাম ও সাহসিকতায় চারু পেয়েছেন নেটিজেনদের প্রশংসা।