দুজনেরই প্রেমিকা ছিলেন স্বস্তিকা, তবুও পরমের সঙ্গে সমস্যা হয়নি সৃজিতের

সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ইদানীং বেশি দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। দু’জনের স্কুল এক। সৃজিত স্কুলে পরমব্রতর সিনিয়র ছিলেন। তখন থেকেই সম্পর্ক শুরু। পরে আবার সিনেমার সূত্রে তাঁরা জুড়ে যান।

সৃজিতের সঙ্গে কি পরমব্রতর ভালোবাসার সম্পর্ক? নাকি ঘৃণার? এই প্রশ্নের উত্তরে সৃজিত খোলসা করলেন, “৩৭ বছরের একটা সম্পর্ককে ভালোবাসা বা ঘৃণা কিছু দিয়েই ব্যাখ্যা করা যায় না। পরমব্রত আর আমি বারবার কাছে এসেছি। আবার আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আবার কাছে এসেছি। এটুকু বলতে পারি, আমাদের একটা অন্য পর্যায়ের বোঝাপড়া রয়েছে।”

দূরত্ব তৈরি হয়েছে কি দুজনের প্রাক্তন প্রেমিকা এক হওয়ার কারণে? পরমব্রত বললেন, “এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রাক্তন প্রেমিকা এক হওয়ার কারণে আমাদের কোনও সমস্যা হয়নি। সময়টা এক নয়।” সৃজিত যোগ করলেন, “সেই সময়ে আমি চার লাইনের বার্তা পাঠিয়েছি। তাঁর তিন লাইন উত্তর এসেছে। এরকম সংক্ষিপ্ত কথোপকথনের মাধ্যমেই ভালো-মন্দ যেটাই হোক, আলোচনা হয়ে গিয়েছে।” সৃজিত ছবির ডাবিং নিয়ে একটা তথ্য দিলেন।

সৃজিত পরমব্রতর থেকে ঠিক কী চাইছেন, সেটা বোঝানোর জন্য নাকি পুরো বাক্য খরচ করতে হয় না। পরিচালক একটা শব্দ বললে, নায়ক বুঝে নেন, ঠিক কী চাইছেন সৃজিত।

পরিচালক গণমাধ্যমের সাক্ষাত্‍কারে আরও বলেন, “অন্য কারও সঙ্গে দেখা হলে যেমন ‘কেমন আছেন’, ‘কী করছেন’, এসব বলি, পরমের সঙ্গে আমার সেরকম ব্যাপার নেই। আমরা কে কী করছি, অন্যজনের কাছে সেই খবর থাকে। এর বাইরে যতটুকু জানতে চাই, সেটা প্রশ্ন করে জেনে নিই।”

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ডেভিড ধাওয়ানের সিনেমায় বরুণের সঙ্গে থাকছেন তিন নায়িকা Apr 19, 2025
img
অভিনেত্রীর পোশাক ছেঁড়ার অভিযোগে বাড়ি ছাড়লেন অভিনেতা Apr 19, 2025
img
‘কিং’-এ বাদশার সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে বলিউডের সার্কিটকে Apr 19, 2025
img
কেমন গয়না পছন্দ করেন মিমি? Apr 19, 2025
img
কয়েদির বেশে ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে শতাধিক নিশো ভক্ত Apr 19, 2025
img
বড় হারের পর বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন এখন অনিশ্চিত Apr 19, 2025
থানা পরিদর্শনে গিয়ে যে কথা প্রচার করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
পুলিশের ইনএক্টিভনেস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন Apr 19, 2025
বড় বি''প'দে নীল চোখের সেই চা ওয়ালা Apr 19, 2025