আইপিএল ইতিহাসে এমন লজ্জার দিন আর আসেনি চেন্নাইয়ের

অধিনায়কত্বে ফেরার ম্যাচেও জয় পেলেন না মহেন্দ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ঘরের মাঠ চিপকে মাত্র ১০৩ রানে অলআউট হওয়ার পর ৯ ওভার বাকি থাকতেই ম্যাচ হেরে বসে তারা। আইপিএল ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার পাশাপাশি এটি চেন্নাইয়ের টানা পঞ্চম হার, যা তাদের ইতিহাসে প্রথমবার।

শুক্রবার টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠান কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে। এরপর শুরু হয় সিএসকের বিপর্যয়। ইনিংসের দ্বিতীয় ওভারে মইন আলীর স্পিনে আউট হন আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো ডেভন কনওয়ে। ব্যর্থ হন রাচিন রবীন্দ্রও। একের পর এক উইকেট হারাতে থাকে সিএসকে। মঈন, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর স্পিন জাদুতে রীতিমতো বিধ্বস্ত হয় ব্যাটাররা।

১২ ওভার শেষে ৫৫ রানে ৬ উইকেট হারায় সিএসকে। ব্যাটিংয়ে বড় ভরসা রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে ছিটকে যাওয়ায় চাপটা আরও বাড়ে। গত মৌসুমের নায়ক শিবম দুবেও এবার ছায়া হয়ে আছেন। এমন পরিস্থিতিতে সমর্থকরা ধোনির দিকে তাকিয়ে থাকলেও তিনি নেমেছিলেন নয় নম্বরে। খেলেন মাত্র চার বল, নারাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান।

শেষদিকে অংশুল কম্বোজ ও দুবের ব্যাটে কোনো রকমে ১০৩ রানে পৌঁছায় সিএসকে। জবাবে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিংয়ে নামে কেকেআর। পাওয়ার প্লেতে ৭১ রান তোলে তারা, যেখানে চেন্নাই করেছিল ৩১ রান। ওপেনার সুনীল নারাইন ও কুইন্টন ডি’কক মিলে ম্যাচটা একরকম একপেশে করে তোলেন।

অবশেষে আফগান স্পিনার নুর আহমেদ নারাইনকে ফিরিয়ে একমাত্র সাফল্য এনে দেন, কিন্তু ততক্ষণে ম্যাচ হাতছাড়া। চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম একসময় ছিল প্রতিপক্ষের দুঃস্বপ্ন, সেই দুর্গে এবারই ১৭ বছরের খরা ভেঙে জিতেছে বেঙ্গালুরু, এবার জিতল কেকেআর। পরপর ভেঙে পড়ছে চেন্নাইয়ের দুর্গ, প্রশ্ন উঠছে—শেষ অধ্যায়ের শুরু কি তবে শুরু হয়ে গেল ধোনির?

Share this news on: