ছবি মুক্তির পরই সমালোচক নেটিজেনদের কটাক্ষের কারণে ভেঙে পড়েছেন ইব্রাহিম। অধিকাংশই অভিনেতাকে ‘নেপো কিড’ বলে ব্যঙ্গ করেছেন। পরিবারিক পরিচিতির কারণে বলিপাড়ায় কাজ পেয়েছেন ইব্রাহিম এমন কটাক্ষও অনেকে করেছেন। একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছেন সারা আলি খানের ভাই।
কিন্তু সব কটূক্তি, অভিযোগের বিরুদ্ধে নিরুত্তর থেকেছেন অভিনেতা। এবার তার হয়ে মুখ খুলেছেন ফুফু সোহা আলি খান। ভাইয়ের ছেলেকে ‘শুধুমাত্র কাজে মন দেওয়ার’ পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘বলিউড ইন্ডস্ট্রিতে কাজ করার ও টিকে থাকার প্রধান মন্ত্রই হল, তোমার চামড়া মোটা হতে হবে। সব সমালোচনা হজম করতে হবে, নয়তো সব কমেন্ট পড়া বন্ধ করে দাও।’
তার কথায়, ‘কিন্তু আমার মনে হয় কখনও কখনও কমেন্ট গুলো পড়া উচিত। কাজের সমালোচনা না হলে সেই কাজের কোনও অর্থ নেই। তবে সব সমলোচনা সহ্য করে নিজের কাজে মন দেওয়াই বুদ্ধিমানের কাজ।’
আরএম/এসএন