নতুন ঈদুল আজহা উপলক্ষে ঢালিউডে আসছে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’, যার পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গেল ২৮ মার্চ, শাকিব খানের জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ।
শুটিং শুরু হলেও এখনো নিশ্চিত করা হয়নি, শাকিবের বিপরীতে কে থাকছেন। নির্মাতা জানিয়েছিলেন, ঈদের পর এই তথ্য প্রকাশ করা হবে। এর আগে, ২৬ মার্চ এনটিভি অনলাইনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিনেমাটিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, সাবিলা নূর আর থাকছেন না এই প্রজেক্টে। নতুন নায়িকা খোঁজার কাজ চলছে এবং ইতোমধ্যেই এক নবাগত ছোট পর্দার অভিনেত্রীর সঙ্গে আলাপও হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানায়, সাবিলা নূরের না থাকার কারণে ৮ এপ্রিল নির্ধারিত একটি শুট বাতিল করতে হয়েছে। যদিও, তিনি কেন এই সিনেমায় থাকছেন না, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পরিচালক রায়হান রাফী বলেন, “আমরা তো এখনো আনুষ্ঠানিকভাবে জানাইনি সিনেমার নায়িকা কে হচ্ছেন। সেহেতু কাউকে যুক্ত করিনি, বাদ দেওয়ার প্রশ্নও আসে না।”
এদিকে সিনেমাটির গল্প নিয়ে মিলেছে আরও কিছু তথ্য। দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’-এর মূল কাহিনি। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এছাড়াও, মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে ঢালিউডের আরেক আলোচিত তারকা শরিফুল রাজকে।
‘তাণ্ডব’ সিনেমার গল্প রচনা করেছেন রায়হান রাফী নিজেই, আর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আদনান আদিব খান।
এবারের ঈদুল আজহায় ‘তাণ্ডব’ যে ঢালিউডে এক নতুন উত্তাপ ছড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।
এসএন