ভোট চুরি, কারচুপি ও দখলদারিত্বের নির্বাচন আমরা চাই না: ফয়জুল করীম

৭১ থেকে ২৪ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতি করেছে, অত্যাচার করেছে। সুতরাং, এই অবস্থায় যদি সংস্কার না করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তা হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন। শুক্রবার বিকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন।

তিনি বলেন, এ পর্যন্ত বিএনপিসহ যারাই ক্ষমতায় এসেছে সব মিলে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

জ্যেষ্ঠ এই নেতা বলেন; যারা চাঁদাবাজি, গুম, খুন, অত্যাচার, ধর্ষণ করেছে তাদেরকে ক্ষমতায় আনা যাবে না। যারা সৎ, দেশপ্রেমিক, নীতিবান, ঈমানদার তাদেরকে ক্ষমতায় বসালেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে।

তিনি আরো বলেন, ইউনূস সরকার যদি এখন সংস্কারের আগেই নির্বাচন আয়োজন করে তা হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন। নির্বাচন আয়োজন করবে প্রশাসন। সেই প্রশাসনের তৎপরতা এখনো বাড়েনি, এখনো তাদের সংস্কার হয়নি। এই অবস্থায় নির্বাচন হলে অতীতের মতো আবারও ভোট চুরি, কারচুপি ও দখলদারিত্বের নির্বাচন হবে। যা আমরা চাই না। আমরা চাই নিরাপদ, সুষ্ঠু নির্বাচন।

এসএন 

Share this news on:

সর্বশেষ