ওটিটিতে ‘হাউ সুইট’ যেসব রেকর্ড গড়লো

কমেডি, ড্রামা ও রোম্যান্সের মিশেলে বিনোদনে ভরপুর ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে মুক্তির পর অভাবনীয় সাফল্যে ভাসছে এই কন্টেন্ট। ফলে তৈরি হয়েছে একের পর এক রেকর্ড।

বঙ্গ’র তথ্যানুযায়ী, ‘হাউ সুইট’ ২ লাখের বেশি পেইড ভিউ পেয়েছে। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ১ দশমিক ২ কোটি মিনিট। এরমধ্যে শতাধিক দেশ থেকে দর্শকরা ওয়েব ফিল্মটি দেখেছেন। এর গল্প, গান ও অভিনয় সবার মন জয় করেছে।

বালাম ও ন্যানসির গাওয়া ‘মায়া মায়া লাগে’ দর্শক-শ্রোতাদের মন জয় করেছে। ইতোমধ্যে ১০ কোটির বেশি বার অডিও স্ট্রিমিং হয়েছে এই গান। এছাড়া সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে ১ কোটির বেশি বার দেখা হয়েছে এটি। টিকটকে এই গান ব্যবহার করে ১ লাখের বেশি ভিডিও বানিয়েছেন অনেকে।এর কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন।

‘হাউ সুইট’ পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এর গল্প ও চিত্রনাট্য তারই। মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর গল্প নিয়ে সাজানো হয়েছে এই ওয়েব ফিল্ম। এতে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। তাদের চরিত্রের নাম আদনান ও সুইটি। কাহিনিতে দেখা যায়, নিজের বিয়ের আসর থেকে পালিয়ে বান্ধবীর বাড়ি যাচ্ছে সুইটি। তার ধাক্কায় শখের ফটোগ্রাফার আদনানের ক্যামেরা নদীতে পড়ে যায়।

সুইটির কাছে ক্ষতিপূরণ চায় আদনান। কিন্তু আদনানের চোখ ফাঁকি দিয়ে পালায় সুইটি। কিন্তু সে জড়িয়ে যায় আরেক বিপদে। এর পরিপ্রেক্ষিতে আসতে থাকে একের পর এক ঝামেলা।

বুম ফিল্মসের ব্যানারে নির্মিত ওয়েব ফিল্মটির একটি দৃশ্যে অপূর্ব ও ফারিণকে পেছনে নিয়ে দ্রুতগতিতে স্কুটি চালাতে দেখা যায় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে। এ দৃশ্যের শুটিং করতে গিয়ে তারা তিনজন দুর্ঘটনার শিকার হন। তখন আহত হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাদের।

‘ব্যাচেলর পয়েন্ট’ তারকা জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম ও শিমুল শর্মা ‘হাউ সুইট’-এ অতিথি চরিত্রে পর্দায় এসেছেন। আইটেম গানে নেচেছেন লামিমা লাম। এছাড়া অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, আব্দুল্লাহ রানা, সুষমা সরকার, ইমেল হক, নাঈমা আলম মাহা, মালু দেওয়ান।

মুশফিকুর রহমান মঞ্জু প্রযোজিত ‘হাউ সুইট’ বঙ্গ’তে মাত্র ২৫ টাকায় দেখা যাচ্ছে। এজন্য মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে বঙ্গ অ্যাপ কিংবা লগ-ইন করুন বঙ্গ’র ওয়েবসাইটে।


আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
'মর্দানি ৩'নিয়ে ফিরলেন রানী মুখার্জি Apr 19, 2025
img
বাড়ি বাড়ি প্রসাধনী বিক্রেতা থেকে বড় পর্দার তারকা Apr 19, 2025
img
৭১ এর রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে : শারমীন এস মুরশিদ Apr 19, 2025
img
ডেভিড ধাওয়ানের সিনেমায় বরুণের সঙ্গে থাকছেন তিন নায়িকা Apr 19, 2025
img
অভিনেত্রীর পোশাক ছেঁড়ার অভিযোগে বাড়ি ছাড়লেন অভিনেতা Apr 19, 2025
img
‘কিং’-এ বাদশার সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে বলিউডের সার্কিটকে Apr 19, 2025
img
কেমন গয়না পছন্দ করেন মিমি? Apr 19, 2025
img
কয়েদির বেশে ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে শতাধিক নিশো ভক্ত Apr 19, 2025
img
বড় হারের পর বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন এখন অনিশ্চিত Apr 19, 2025
থানা পরিদর্শনে গিয়ে যে কথা প্রচার করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025