৩৩০ কোটি টাকার অফার ফিরিয়ে দিলেন কোহলি!

জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক শেষ হয়েছে বিরাট কোহলির। পুমা আগ্রহী হলেও চুক্তি আর বাড়াতে চাননি কোহলি। আপাতত কোহলি একাকী এবং নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড ‘‌ওয়ান৮’‌–এর পরিধি বৃদ্ধি করার চেষ্টা করছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৩৬ বছরের কোহলির সঙ্গে আরও আট বছরের চুক্তি করতে চেয়েছিল পুমা। যার মূল্য ছিল ৩৩০ কোটি টাকা। এর আগে ২০১৭ সালে কোহলি যখন পুমার সঙ্গে চুক্তি করেন তখন মূল্য ছিল ১১০ কোটি টাকা। অর্থাৎ তিন গুণ টাকা বাড়ানোর কথা বললেও কোহলি রাজি হননি। প্রসঙ্গত, গত আট বছর পুমার ব্র‌্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন বিরাট।

সূত্রের খবর, কোহলি এবার অ্যাজিলিটাসের সঙ্গে যুক্ত হতে চলেছেন। ‘‌পুমার ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি ২০২৩ সালে এই সংস্থা তৈরি করেন। ভারত ও বিদেশে ক্রীড়া সরঞ্জাম সাপ্লাই করে এই সংস্থা। এই সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে কোহলির ‘‌ওয়ান৮’‌ সংস্থাটি। 

প্রসঙ্গত, পুমা এক দিন আগেই জানিয়েছে, ‘‌ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমার সঙ্গে বিরাট কোহলির আট বছরের চুক্তি শেষ হল। পুমার ব্র‌্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন তিনি। ভবিষ্যতের জন্য বিরাট কোহলিকে জানাই শুভেচ্ছা। বিরাটের সঙ্গে কয়েকটা বছর দারুণ ছিল। একাধিক প্রচারে বিরাট অংশ নিয়েছে। তবে পুমা কিন্তু ভবিষ্যতের তারকাদের জন্য এভাবেই কাজ করে যাবে। যাতে দেশের খেলার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়।’‌

এখন আইপিএলে ব্যস্ত বিরাট। তাঁর দল আরসিবি ৫ ম্যাচে ৩ জয় পেয়ে আছে চার নম্বরে।   

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পরীমণি ও সাদীর প্রেমে ভাঙনের সুর! রহস্যময় পোস্টে তোলপাড় নেটদুনিয়া Apr 19, 2025
img
'মর্দানি ৩'নিয়ে ফিরলেন রানী মুখার্জি Apr 19, 2025
img
বাড়ি বাড়ি প্রসাধনী বিক্রেতা থেকে বড় পর্দার তারকা Apr 19, 2025
img
৭১ এর রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে : শারমীন এস মুরশিদ Apr 19, 2025
img
ডেভিড ধাওয়ানের সিনেমায় বরুণের সঙ্গে থাকছেন তিন নায়িকা Apr 19, 2025
img
অভিনেত্রীর পোশাক ছেঁড়ার অভিযোগে বাড়ি ছাড়লেন অভিনেতা Apr 19, 2025
img
‘কিং’-এ বাদশার সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে বলিউডের সার্কিটকে Apr 19, 2025
img
কেমন গয়না পছন্দ করেন মিমি? Apr 19, 2025
img
কয়েদির বেশে ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে শতাধিক নিশো ভক্ত Apr 19, 2025
img
বড় হারের পর বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন এখন অনিশ্চিত Apr 19, 2025