চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছরেই এশিয়ার তিনটি দেশ সফর করবেন।
আজ শনিবার (১২ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে।
সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাওয়ার ঘোষণা দিলেন শি জিনপিং। তাঁর এই সফরকে কৌশলগত ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪-১৫ এপ্রিল ভিয়েতনাম সফর করবেন শি জিনপিং। এরপর ১৫-১৮ এপ্রিল মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন তিনি।
চলতি সপ্তাহেই প্রতিবেশি দেশগুলোর সঙ্গে বাণিজ্য সহযোগিতা জোরদার করার ঘোষণা দেন শি জিনপিং। তিনি এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের শুল্ক যুদ্ধ চলছে।
সম্প্রতি চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে চীনও ১২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে মার্কিন পণ্যের ওপর। পাশপাশি বিকল্প বাণিজ্যিক ও কূটনৈতিক পথ খুঁজছে চীন। বিশেষ করে চীনের প্রতিবেশি ও একইভাবে মার্কিন শুল্কের শিকার হওয়া দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন চীনা প্রেসিডেন্ট।
সম্প্রতি কম্বোডিয়ার পণ্যের ওপর ৪৯ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ ও মালয়েশিয়ার পণ্যের ওপর ২৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরপর এই তিন দেশ শুল্ক কমানোর ব্যাপারে ট্রাম্প প্রশানের সঙ্গে আলোচনা শুরু করেছে।
শি জিনপিং সর্বশেষ মালয়েশিয়া সফর করেছিলেন ১২ বছর আগে এবং কম্বোডিয়া সফর করেছিলেন ৯ বছর আগে। আর ভিয়েতনাম সফর করেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে।
এসএম/এসএন