টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর অর্ধকোটি নগদ টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন সৌদিপ্রবাসী টুটুল মিয়ার স্ত্রী সালমা আক্তার। সঙ্গে নিয়ে গেছেন পাঁচ বছরের শিশুসন্তানকে। গত ১৮ মার্চ উপজেলার বানাইল ইউনিয়নের নরদানা গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে সালমার প্রেমিক আব্দুল কাদের মিয়ার সঙ্গে তিনি পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর সৌদিপ্রবাসী টুটুল মিয়ার বোন তাসলিমা বেগম মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, ১০ বছর আগে উপজেলার বানাইল ইউনিয়নের নরদানা গ্রামের প্রবাসী টুটুল মিয়ার সঙ্গে উপজেলার আনাইতারা ইউনিয়নের মহদীনগর গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে সালমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একটি পুত্রসন্তানের জন্ম হয়। এর কিছুদিন পর টুটুল অর্থ উপার্জনের জন্য সৌদি আরবে পাড়ি জমান।
সেখান থেকে বিভিন্ন সময় তিনি স্ত্রীর কাছে ৪২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ পাঠান।
এদিকে স্ত্রী সালমা আক্তার আব্দুল কাদের মিয়ার সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে সালমা আক্তার শিশুপুত্রকে নিয়ে গত ১৮ মার্চ স্বামীর ঘর ছেড়ে প্রেমিক আব্দুল কাদেরের সঙ্গে পালিয়ে যান।
ভাইয়ের শিশুপুত্র, বিদেশ থেকে পাঠানো টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে টুটুলের বোন তাললিমা বেগম সালমা আক্তার ও আব্দুল কাদের, লাকী বেগম, ছানোয়ার হোসেন ও ইমনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
প্রবাসী টুটুল মিয়া বলেন, স্ত্রী সালমা আক্তার শিশুপুত্রকে নিয়ে প্রেমিক আব্দুল কাদেরের সঙ্গে পালিয়ে গেছেন। নিয়ে গেছেন অর্ধকোটি টাকা। স্ত্রী, সন্তান ও টাকা হারিয়ে তিনি ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরছেন। টাকা ও শিশুপুত্রকে উদ্ধার এবং স্ত্রী ও প্রেমিক অব্দুল কাদেরকে গ্রেপ্তারসহ ন্যায়বিচার দাবি করেন তিনি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/এস এন