ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এ তাগিদ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ কথা জানিয়েছে।

প্রেস উইং জানায়, বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রফেসর আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট ৮টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে।

তারা আরও জানান যে, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার তাগিদ দেন।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কোহলির অন্য রকম ‘সেঞ্চুরি’ Apr 13, 2025
img
মিষ্টি আলু কেন খাবেন? Apr 13, 2025
img
‘৩১ দফা প্রকৃত অর্থে বিএনপির একক না, রাজনৈতিক দলগুলো আলোচনা করে তৈরি করেছিল’ Apr 13, 2025
img
প্রাণনাশের হুমকি উপেক্ষা করেই কাজ চালিয়ে যাচ্ছেন সালমান খান Apr 13, 2025
img
ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা ‘চমৎকার’ Apr 13, 2025
img
মেট্রো রেলে দাঁড়িয়ে যাতায়াত করেন উপদেষ্টা, ছবি ভাইরাল Apr 13, 2025
img
হিন্দি ধারাবাহিকে এবার রাজ চক্রবর্তীর যাত্রা শুরু Apr 13, 2025
img
উন্নত চিকিৎসার জন্য অভ্যুত্থানে আহত ৩১ জনকে পাকিস্তানে পাঠানো হবে Apr 13, 2025
img
সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে : তথ্য উপদেষ্টা Apr 13, 2025
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন চু'রি'র চেষ্টা : আসিফ নজরুল Apr 13, 2025