দেশে ফিরেছেন সেনাপ্রধান

আজ শনিবার (১২ এপ্রিল) রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরকালে তিনি, রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ৭ এপ্রিল সেনাপ্রধান রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক আস্থা সৃষ্টি, রাশিয়াতে দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চ শিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি আলোচনা করেন।

এরপর ৮ এপ্রিল সেনাপ্রধান রাশিয়ান সেনাবাহিনী প্রধান ওলেগ সালুইকোভের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ সহায়তা বিশেষ করে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষনার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও, জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ান রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ভৌত সুরক্ষা ব্যবস্থার কাজ যথাসময়ে সম্পন্ন করত: জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করনের ব্যাপারে আলোচনা করেন। পাশাপাশি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোসটেক এবং রোসোবোরন এক্সপোর্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে সামরিক আদান-প্রদান আরও দ্রুত এবং গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ক্রোয়েশিয়া সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেনেন্ট জেনারেল তিহোমির কুনদিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প স্থাপনের সম্ভাব্য সুযোগ, যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, রবিবার (৬ এপ্রিল) সেনাবাহিনী প্রধান সরকারি সফরে রাশিয়া এবং পরবর্তীতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ক্রোয়েশিয়া যান।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারায়ণগঞ্জ থেকে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচির ঘোষণা Apr 14, 2025
img
ইসরায়েলি গণমাধ্যমে আবারও বাংলাদেশ, আলোচনায় পাসপোর্ট ইস্যু Apr 14, 2025
img
রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল এক যুবকের Apr 14, 2025
img
রিয়ালের কঠিন জয়, লাল কার্ড দেখলেন এমবাপ্পে Apr 14, 2025
img
মহাখালীতে মালিক-শ্রমিক দ্বন্দ্বে সড়ক অবরোধ Apr 14, 2025
img
বৈশাখী মেলার প্রস্তুতি পরিদর্শনে হাতিরঝিলে রাজউক চেয়ারম্যান Apr 14, 2025
img
জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে এএফসি প্রতিনিধি, সময়সীমা ২২ মে Apr 14, 2025
img
পাকিস্তানের জাতীয় দিবস উদযাপনে জামায়াতের অংশগ্রহণ Apr 14, 2025
img
কুয়েটে হল খোলার দাবি নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Apr 14, 2025
img
ওআইসির শ্রম কেন্দ্রের চুক্তিতে স্বাক্ষর করল বাংলাদেশ Apr 14, 2025