ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়-সাতটি ছবির মধ্যে দ্বিতীয় সপ্তাহে দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে তিনটি সিনেমা—‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’। মেহেদী হাসান হৃদয়, শিহাব শাহীন ও মিজানুর রহমান মিজান পরিচালিত এসব ছবির প্রেক্ষাগৃহ ও শো সংখ্যা বেড়েছে। একাধিক হলে চলছে হাউসফুল শো।
শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ যেন ঈদের হিট ছবি হয়ে উঠেছে। প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে এই ছবির হলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬টিতে। শুধু মাল্টিপ্লেক্সেই গতকাল হয়েছে ৭২টি শো, যার প্রায় সবটিই ছিল হাউসফুল। সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট শো সংখ্যা ছিল ৪৪০, যা বর্তমান প্রেক্ষাপটে বিশাল সাফল্য।
দ্বিতীয় স্থানে রয়েছে আফরান নিশো ও তমা মির্জার ‘দাগি’। প্রথম সপ্তাহে ১৩টি হলে চললেও দ্বিতীয় সপ্তাহে ছবিটি দেখা যাচ্ছে ১৫টি প্রেক্ষাগৃহে। স্টার সিনেপ্লেক্সসহ দেশের সব বড় মাল্টিপ্লেক্সে চলছে এই থ্রিলারধর্মী ছবিটি। দর্শকের আগ্রহে বাড়ানো হয়েছে শো সংখ্যা, আর হাউসফুল শোতে বোঝাই যাচ্ছে ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ কতটা।
তৃতীয় অবস্থানে আছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘জংলি’। বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের আবেগময় উপস্থাপন মুগ্ধ করছে দর্শকদের। দ্বিতীয় সপ্তাহে এই ছবির হলসংখ্যা বেড়ে হয়েছে ১৪টি এবং স্টার সিনেপ্লেক্সে এর শো সংখ্যাও প্রায় দ্বিগুণ করা হয়েছে।
অন্যদিকে, প্রশংসা পেলেও হলসংখ্যায় পিছিয়ে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’, কামরুজ্জামান রোমানের ‘জ্বীন ৩’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ একপ্রকার ছিটকে পড়েছে প্রতিযোগিতা থেকে।
সবমিলিয়ে ঈদের দ্বিতীয় সপ্তাহেও সিনেমাপ্রেমীদের ভিড়ে মুখর দেশের প্রেক্ষাগৃহগুলো। আর এই উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’।
আরএ