শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। ‘চাচ্চু’, ‘দাদী মা’ ও ‘এক টাকার বউ’-এর মতো জনপ্রিয় ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে তাজা। সময়ের সঙ্গে সেই মিষ্টি শিশুশিল্পী এখন বড় হয়েছেন। দীঘি এখন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে ফিরেছেন বড় পর্দায়, নতুন পরিচয়ে মুগ্ধ করছেন দর্শকদের।
দীর্ঘ বিরতির পর ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে ফিরেছেন তিনি। এরপর অভিনয় করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’–এর মতো গুরুত্বপূর্ণ সিনেমায়।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, পছন্দ-অপছন্দ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন দীঘি। জানান, ছোটবেলায় তার মা চেয়েছিলেন তিনি ডাক্তার হোন। কিন্তু দীঘির ভাষ্যে, “ডাক্তার হওয়ার জন্য যে মেধা ও সময় লাগে, সেটা আমার মধ্যে নেই। সারাদিন পড়ার ধৈর্যও আমার ছিল না।”
সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করলেও ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহ হারিয়ে ফেলেন দীঘি। একপর্যায়ে বাবার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেন ফিল্ম অ্যান্ড মিডিয়া অথবা জার্নালিজম নিয়ে পড়াশোনা করার। বাবা তখন সাহস দেন এই বলে, “যেটাতে তুমি খুশি হও বা তোমার ভালো লাগে, সেটা নিয়েই পড়ো।”
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে দীঘি পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই দীঘি এখন ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও নতুনভাবে নিজেকে গড়ছেন তিনি।
আরএ