আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে
মোজো ডেস্ক 09:49AM, Apr 13, 2025
আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। সেই বিশ্বকাপের টিকিট পেতে পাকিস্তানে চলছে বাছাইপর্ব। এই বাছাই প্রতিযোগিতায় আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লাহোরে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
ছয় দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, আজকের ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামছে লাল-সবুজের দল। আইরিশ মেয়েদের বিপক্ষে এখন পর্যন্ত সাতটি ওয়ানডে ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, আর একমাত্র হারটি ঘটেছে এক যুগেরও বেশি সময় আগে।
সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ অনেক এগিয়ে। বিশেষ করে গত নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছিল ফারজানা হক ও শারমিন আক্তাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে তারা।
থাইল্যান্ডের বিপক্ষে বড় জয়ের কারণে পয়েন্ট টেবিলে ইতোমধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জয় পেলে টেবিলের অবস্থান আরও সুসংহত হবে এবং বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে যাবে নিগাররা।