পহেলা বৈশাখে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রসিংসহ ১৩টি ক্রসিং এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে মিরপুর থেকে ফার্মগেট হয়ে শাহবাগমুখী গাড়িগুলো বাংলামোটর হয়ে মগবাজারের দিকে যেতে হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পয়লা বৈশাখের দিন যান চলাচল নিয়ে এমন নির্দেশনা জারি করেছেন।
ডিএমপি কমিশনের নির্দেশনা বলছে, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও এর আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে।
যেসব ক্রসিংয়ে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে, সেগুলো হলো বাংলামোটর, পুলিশ ভবন, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ, কদমফোয়ারা, হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ) দোয়েল চত্বর, রোমানা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।
গাড়ি চলাচলের বিষয়ে ডিএমপির নির্দেশনা বলছে, মিরপুর–ফার্মগেট হয়ে শাহবাগমুখী গাড়িগুলো বাংলামোটর হয়ে মগবাজারের দিকে যাবে। এ ছাড়া গোলাপশাহ মাজার থেকে যেসব যানবহন হাইকোর্টের দিকে যাবে, সেগুলো কদমফোয়ারা হয়ে নাইটিঙ্গেল মোড়ে যাবে। এ ছাড়া কোনো গাড়ি সায়েন্স ল্যাব থেকে শাহবাগের দিকে যেতে পারেব না।
ডিএমপির নির্দেশনা হলো নেভি ক্রসিং থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত সড়কে গাড়ি পার্ক করা যাবে। একইভাবে মৎস্য ভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি থাকবে। গাড়ি পার্ক করা যাবে কাঁটাবন থেকে নীলক্ষেত ক্রসিং পর্যন্ত। দোয়েল চত্বর মোড় থেকে শহীদুল্লা হলের সামনের সড়কে গাড়ি পার্কিং রাখা যাবে।
আবদুল গনি রোডেও গাড়ি পার্ক করা যাবে।
এসএন