ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আলোচিত আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। একই ঘটনায় দলের পেসার ইবাদত হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আবাহনীর ইনিংসের অষ্টম ওভারে, যখন ইবাদতের একটি ডেলিভারি মোহাম্মদ মিঠুনের প্যাডে আঘাত করে। এই ঘটনায় মোহামেডান খেলোয়াড়রা জোরালোভাবে আউটের আবেদন করলেও আম্পায়ার তানভির আহমেদ তা নাকচ করে দেন। সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আম্পায়ারের দিকে তেড়ে যান হৃদয় ও অন্য খেলোয়াড়রা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন লেগ আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত, তবে তাকেও তর্কের মুখে পড়তে হয়।
ম্যাচ শেষে লেভেল টু আচরণবিধি ভাঙার দায়ে হৃদয়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়, এবং ইবাদত লেভেল ওয়ান ভঙ্গ করায় জরিমানার মুখে পড়েন।
হৃদয় গণমাধ্যমকে বলেন, “ঘটনার সবকিছু ব্যাখ্যা করা কঠিন, তবে ম্যাচের উত্তেজনায় অনেক কিছু ঘটে যেতে পারে। আম্পায়াররাও ভুল করতে পারেন, সেটা মানবিক। তবে ভুল করলে সেটা স্বীকার করা উচিত। আমাদেরও সম্মান করা দরকার, যেমন আমরাও আম্পায়ারদের সম্মান করি।”
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিতর্কিত আম্পায়ারিং নতুন কিছু নয়। সাম্প্রতিককালে এই বিষয়ে সচেতনতা বাড়লেও, বিতর্কিত সিদ্ধান্ত ও খেলোয়াড়-আম্পায়ার বিরোধ এখনও নিয়মিত ঘটনা হয়ে আছে। ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, মানসম্পন্ন আম্পায়ারিং নিশ্চিত করতে বিসিবির আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এসএস/এসএন