মেঘনা গুলজারের ‘দায়রা’ ছবিতে কারিনা

২৫টা বছর বলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন কারিনা কাপুর খান। এই পঁচিশ বছরে কম চড়াই উতরাই দেখেননি অভিনেত্রী। এতদিনে নিজের স্বপ্নের নাগাল পেতে চলেছেন তিনি। ‘স্বপ্নের টিমের সঙ্গে কাজ করতে চলেছি।’ নিজের সোশাল মিডিয়া পেজে সুখবর জানিয়েছেন বেবো।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সকাল সুখবর দিয়েছেন বেবো। মেঘনা গুলজারের পরিচালনায় কাজ করতে চলেছেন তিনি। মেঘনা পরিচালিত ‘দায়রা’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সইফ ঘরনি। নিজের সোশাল মিডিয়া পেজে সেই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতে করিনার বিপরীতে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে।

অভিনেত্রী মেঘনা ও পৃথ্বীরাজের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘২৫ টা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। বরাবরই নিজেকে ডিরেক্টরস অ্যাক্টর বলতেই ভালোবাসি। আর সেই হিসাবে পরিচালক মেঘনা গুলজারের পরিচালনায় আমার কাজ করার ইচ্ছা বহুদিনের। মেঘনার পরিচালিত ‘রাজি’ ও ‘তলওয়ার’ আমার অত্যন্ত পছন্দের ছবি। অবশেষে তার সঙ্গে কাজের সুযোগ এসেছে। আমি আমার স্বপ্নের টিমের সঙ্গে কাজ করতে চলেছি। একই সঙ্গে পৃথ্বীরাজের সঙ্গে কাজ করতে পারব। ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পরিচালক ও অভিনেতার সঙ্গে কাজ করব- আমার স্বপ্ন সত্যি হতে চলেছে।“

কারিনার এই পোস্ট দেখে তাকে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা। বলা চলে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই লিখেছেন, ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। পাশাপাশি সেরাদের একছাতার তলায় কাজের খবরকে ‘গোট কম্বিনেশন’ বা ‘গ্রেটেস্ট অফ অল টাইম কম্বিনেশন’ বলেও অভিহিত করেছেন কেউ কেউ। স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে এই মুহূর্তে আত্মহারা অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘রাজি’ ও ‘তলওয়ার’ ছবির পর ‘দায়রা’তে জঙ্গলি পিকচার্সের সঙ্গে আরও একবার কাজ করতে চলেছেন পরিচালক মেঘনা গুলজার। সীমা ও যশের সঙ্গে ছবির চিত্রনাট্য লিখছেন মেঘনা নিজেও। ছবি নিয়ে কথাপ্রসঙ্গে পৃথ্বীরাজ জানিয়েছেন, “চিত্রনাট্য শুনেই স্থির করে নিয়েছিলাম ছবিটা আমায় করতেই হবে।” শীঘ্রই শুরু হবে ছবির কাজ।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মীর প্রাণ গেল Apr 16, 2025
img
আবার ঝলক দেখিয়ে রিশাদের ৩ উইকেট Apr 16, 2025
img
টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল ঢাকায় Apr 16, 2025
img
কুয়েটের বহিষ্কারাদেশ থেকে শিক্ষার্থীদের অব্যাহতির দাবি শিবিরের Apr 16, 2025
img
বুধবার মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির সাক্ষাৎ Apr 16, 2025
img
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির গ্রেফতার Apr 16, 2025
img
লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র! Apr 16, 2025
img
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার সাইবার হামলার অভিযোগ চীনের Apr 16, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন বুধবার, যেসব বিষয়ে আলোচনা হতে পারে Apr 16, 2025
img
কেন সীমান্তে রাশিয়ার এস ৪০০ মোতায়ন করলো মোদি? Apr 16, 2025