লেজেগোবরে ‘সিকান্দার’, সানির ‘জাট’-এ ধামাকা

১১০ কোটি পেরোতে লেজেগোবরে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘সিকান্দার’ সিনেমা। অন্যদিকে সানি দেওলের সিনেমা ‘জাট’ দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ সিনেমায় আবার দর্শকরা সানির ‘গদর’ স্টাইল দেখতে পাচ্ছেন। শনিবার পর্যন্ত কেমন আয় করল ‘জাট’ ও ‘সিকান্দার’ জেনে নিন।

সানি দেওলের সিনেমা ‘জাট’ ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর শুরুতেই দেখিয়েছে ধামাকা। আসলে অ্যাকশন অবতারে ধর্মেন্দ্রপুত্র বরাবরই হিট। সিনেমাটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। যদিও সিনেমার শুরুটা ধীরগতিতে হয়েছিল।

তবে উইকেন্ডে এটি দারুণ সাফল্য অর্জন করেছে। অন্যদিকে ১৪তম দিনে এসে বক্স অফিসে রীতিমতো লেজেগোবরে ভাইজানের ‘সিকান্দার’। ১১০ কোটিতেও পৌঁছাতে পারছে না সিনেমাটি।

শনিবার পর্যন্ত বক্স অফিসে ‘জাট’-এর দাপট চলছে। দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে। আর হবেই না বা কেন, সিনেমাতে আবার দর্শকরা সানির ‘গদর’ স্টাইল দেখতে পাচ্ছেন যে। ‘জাট’ মুক্তির প্রথম দিনে ৯.৫ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় দিন আয় কমেছিল। শুক্রবার সিনেমাটি ৭ কোটি টাকা আয় করে। তবে শনিবারে অনেকটাই বাড়ল আয়।

Sacnilk-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ‘জাট’ তৃতীয় দিন ১০ কোটি টাকা আয় করেছে। এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় করেছে ২৬.৫০ কোটি টাকা। রোববারও দুই অঙ্কের ডিজিট ধরে রাখতে সক্ষম হবে সানির সিনেমা— এমনটাই আশা করছেন সিনেমাবোদ্ধারা।

সানি দেওলের সিনেমা ‘জাট’ পরিচালনা করেছেন সাউথের পরিচালক গোপীচন্দ মালিনেনী। ‘জাট’-এর বাজেট ছিল ১০০ কোটি টাকা। সানি ছাড়াও সিনেমাতে রয়েছেন রেজিনা ক্যাসেন্ড্রা, রণদীপ হুদা, বিনীত কুমার সিং, রাম্যা কৃষ্ণন, জগপতি বাবু প্রমুখ।

অন্যদিকে গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সালমান খানের ঈদের সিনেমা ‘সিকান্দার’, যা পরিচালনা করেছেন এআর মুরুগাদোস। সিনেমাটি মুক্তির পর কেটে গেছে ১৪ দিন। প্রথম থেকেই রীতিমতো ভরাডুবি হয় সিনেমাটির। এখন যেন আর দর্শক টানতে পারছে না ‘সিকান্দার’। ১৪তম দিনে ঘরোয়া বক্স অফিসে ০.৪০ লাখ টাকা সংগ্রহ করে। আর দেশব্যাপী মোট আয় এখন ১০৮.৫০ কোটির আশপাশে।

দেখে নিন সিকান্দারের দিনপ্রতি সংগ্রহ— মুক্তির দিন ২৬ কোটি টাকা আয় করে। দ্বিতীয় দিনে ২৯ কোটি, তৃতীয় দিনে ১৯.৫ কোটি, চতুর্থ দিনে ৯.৭৫ কোটি, পঞ্চম দিনে ৬ কোটি, ষষ্ঠ দিনে ৩.৫ কোটি, সপ্তম দিনে ৪ কোটি দিন, অষ্টম দিনে ৪.৭৫ কোটি, নবম দিনে ১.৭৫ কোটি, দশম দিনে ১.৩৫, একাদশ দিনে ১.৩৫ কোটি, দ্বাদশ দিনে ০.৭ লাখ, ত্রয়োদশ দিনে ০.৩ লাখ, চতুর্দশ দিনে ০.৪০ লাখ (প্রাথমিক প্রতিবেদন) টাকা আয় করে। মোট সংগ্রহ ১০৮.৫০ কোটি (প্রাথমিক প্রতিবেদন) টাকা।

আরএম/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
২০২৬ সালের মধ্যে এফটিএ চুক্তি চূড়ান্ত করতে চায় বাংলাদেশ-সিঙ্গাপুর Apr 15, 2025
img
সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক Apr 15, 2025
img
সরকার হিসেবে নয়, আমরা দেশ হিসেবে কাজ করছি : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা Apr 15, 2025
img
সুস্থ আছেন তোফায়েল আহমেদ Apr 15, 2025
img
কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে Apr 15, 2025
img
‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেফতারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের Apr 15, 2025
img
চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো Apr 15, 2025
img
ঢাকায় প্রকাশ্যে তরুণীকে লাঠিপেটা, ভিডিও ছড়িয়ে পড়ার পর দুজন আটক Apr 15, 2025
img
‘এই দিন উপলক্ষে ঈদের মতো আমরা নতুন জামা কিনতাম’ Apr 15, 2025
img
আজ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন পপতারকা কেটি পেরি Apr 15, 2025