মল্লিকাকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য অদিতির

বলিউডে প্রথম সিনেমা থেকেই নজর কাড়েন অদিতি রাও হায়দরি। তবে ‘দিল্লি সিক্স’ ঘিরে তার স্মৃতি সুখের নয়। একে তো নায়িকার চরিত্র থেকে তিনি বঞ্চিত হন। তার উপর চিত্রায়িত বেশ কিছু দৃশ্য শেষ অবধি বাদ পড়ে সিনেমা থেকে।

২০১১ সালে 'রকস্টার' সিনেমায় আবারও সুযোগ পান, কিন্তু সেখানেও পার্শ্বচরিত্রে। এরপর ২০১৩ সালে মুক্তি পায় অক্ষয় কুমারের বিপরীতে ‘বস’। কিন্তু এই ছবিতেও অদিতির থেকে বেশি গুরুত্ব পায় সোনাক্ষীর আইটেম ডান্স।

তবে ক্যারিয়ারের প্রথম থেকেই যেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে তার অদৃশ্য এক প্রতিযোগিতা চলছে। যে কারণে এই অভিনেত্রীকে নিয়ে সরাসরি আপত্তিকর মন্তব্য করতেও বাধে না।

২০১১ সালেই সুধীর মিশ্রর পরিচালনায় তিনি অভিনয় করেন ‘ইয়ে সালী জিন্দেগী’-তে। এই ছবিতে মোট বাইশটি চুম্বনদৃশ্যে অভিনয় করেন তিনি। ভেঙে দেন মল্লিকা শেরাওয়াতের‘মার্ডার’ ছবিতে দীর্ঘ চুম্বনের রেকর্ড।

কিন্তু এই সিনেমাও তার ক্যারিয়ারে বাড়তি গতি যোগ করতে পারেনি। ইন্ডাস্ট্রিতে অদিতির পরিচয় হয়ে দাঁড়ায় ‘সাহসী অভিনেত্রী’ হিসেবে। ঠিক যেন মল্লিকার জুতায় পা গলানো। কিন্তু পরিপূর্ণ 'নায়িকা' কোনও দিনই হয়ে উঠতে পারেননি তিনি।

এসবের মাঝেই ‘মার্ডার থ্রি’ ছবিতে রণদীপ হুডার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন অদিতি। যদিও দর্শক সেভাবে অভিনেত্রীর সাহসী অভিনয়ে সন্তুষ্ট হতে পারেনি।

যদিও 'মার্ডার' ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে অভিনয় করে অভিনেত্রী মল্লিকা হয়ে ওঠেন রাতারাতি জনপ্রিয়। কিন্তু অদিতির ক্ষেত্রে তমন কিছুই হয়নি। যে কারণে সেই ছবির প্রচারের সময় দুই নায়িকার তুলনা টানা হতেই যেন মেজাজ হারান অদিতি।

সরাসরি মল্লিকাকে আক্রমণ করে বলেন, ‘মানুষের মনটা শক্তপোক্ত হতে হয় একেবারে স্টিলের মতো। স্তনে সিলিকন দিয়ে লাভ নেই।’

অভিনেত্রীর এমন মন্তব্য খানিক হতচকিত হয়ে যান সহ-অভিনেতা রণদীপ হুডা। যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না তিনি।

পাশাপাশি নিজেকে সুন্দর করে তোলার পিছনে অস্ত্রোপচারকে অবশ্য সমর্থন করেন অভিনেত্রী। গুঞ্জন, অদিতি নিজেই তার চেহারায় রদবদল ঘটাতে একাধিক অস্ত্রোপচার করিয়েছেন।

আরএম/টিএ  

Share this news on:

সর্বশেষ

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় স্থান পেল জুলাই অভ্যুত্থানের স্মৃতি Apr 15, 2025
শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে আ''সা'মি আ.লীগ নেতা ! Apr 15, 2025
ঢাকার আকাশে আবু সাঈদ মুগ্ধকে দেখা যাচ্ছে Apr 15, 2025
পহেলা বৈশাখের আয়োজন নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী Apr 15, 2025
যে কারনে ‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষ'মা চাইতে বললেন জামায়াত আমির Apr 15, 2025
‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে এলেন আরও ভ'য়ং'ক'র রূপে! Apr 15, 2025
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানী কনসোর্টিয়াম Apr 15, 2025
img
‘আত্মসমর্পণ নয়, যুদ্ধবিরতি চাই’—ফিলিস্তিনি যোদ্ধাদের জবাব Apr 15, 2025
img
মালিপাড়া বস্তির আগুন দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে Apr 15, 2025
টেন্ডার পাওয়া ছাত্র আ'ন্দো'লনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি Apr 15, 2025