‘চারদিকে তো ভালো ছেলে দেখতেই পাচ্ছি না’

পরনে লালপেড়ে সাদা শাড়ির সঙ্গে স্প্যাগেটি হাতার ব্লাউজ। কপালে সিঁদুরের টিপ, খোলা চুল, চোখে রোদচশমা। এই রূপেই ধরা দিয়েছেন ওপার বাংলার উষসী চক্রবর্তীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে এমটা দেখা যায়।

ভিডিও পোস্ট করে সঙ্গে জুড়ে দিয়েছেন গান— ‘বৈশাখের বিকেল বেলায়, তোমায় নিয়ে বকুলতলায়’। নববর্ষ উপলক্ষে এমন সাজ অভিনেত্রীর। কিন্তু এমন সেজে কার সঙ্গে বকুলতলায় যাবেন উষসী?

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি কার সঙ্গে যাব! এমন ছেলে কোথায়, যার রসবোধ ভালো অথবা ফিটনেস নিয়ে সচেতন। চারিদিকে তো কোনও ভালো ছেলেই দেখতে পাচ্ছি না।’

উষসীর স্পষ্ট স্বীকারোক্তি, তার সঙ্গে বকুলতলায় যাবেন, এমন কোনও লোকই নেই। অভিনেত্রীর কথায়, ‘বকুলতলায় যাওয়ার লোক নেই। বরং ন্যাড়া মাথায় বেলতলায় গিয়ে ভুক্তভোগী হওয়ার লোক চারপাশে বেশি। বেলতলায় বার বার যাওয়ার মতো লোক বহু রয়েছে। কিন্তু বকুলতলায় গিয়ে প্রেম করব, এমন লোক কোথায়।’

নববর্ষের এই সাজে সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতা বজায় রেখেছেন উষসী। আবার শাড়ি পরে ঘোড়ায় চড়তেও দেখা গিয়েছে তাকে, যা আজকাল সচরাচর দেখা যায় না। তার কথায়, ‘শাড়ি পরতে ন্যূনতম ফিটনেসের প্রয়োজন হয়, সেটা আমার রয়েছে। আমি নিয়মিত শরীরচর্চা ও যোগ করি।’

তিনি আরও বলেন, ‘তাই আমার সুবিধা হয়েছে। না হলে, শাড়ি পরে ঘোড়ায় চড়া সত্যিই সহজ বিষয় নয়। আগে হয়তো রানিরা ঘোড়ায় চড়তেন শাড়ি পরে। তারা ধুতির মতো করে শাড়ি পরতেন। অথবা তাঁরাও শারীরিক দিক থেকে যথেষ্ট সবল ছিলেন।’

এই নববর্ষে কলেজ স্ট্রিটের জনপ্রিয় শরবতের দোকান ‘প্যারামাউন্ট’-এ যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। এই একটা দিন ডায়েট ভুলে মিষ্টিও খাবেন তিনি। তারপরে আসন্ন ছবি ‘অঙ্ক কি কঠিন’-এর প্রচারে যাবেন বলে জানান উষসী।


আরএম/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু Apr 16, 2025
img
সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে সম্মেলন করবে ভারত Apr 16, 2025
img
ওপেনএআই কি মেটা ও এক্সের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামছে? Apr 16, 2025
img
‘শরীর কাঁপছিল, আর বমি করছিলাম’— ধর্ষণের দৃশ্যের অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা Apr 16, 2025
img
বিগত ৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি Apr 16, 2025
img
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করলো বাংলাদেশ বিমান বাহিনী Apr 16, 2025
img
পরীমণির দুই ফেসবুক স্ট্যাটাসে তোলপাড় Apr 16, 2025
img
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট সময় না বলার বিষয়টি ইতিবাচক, ব্যাখ্যা দিলেন সামান্তা Apr 16, 2025
img
আমার নিজেরও পরিচিতি রয়েছে, বাবার মতো দেখতে বলে কি কাঁদব Apr 16, 2025
img
সোনুকে নিয়ে নীরব, টোনিকে নিয়ে আবেগঘন বার্তা নেহা কক্করের Apr 16, 2025