বিগত ৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, গত আট মাসে দেশে কোনো বাস্তব সংস্কার হয়নি। তিনি বলেন, “আমরা চাই দেশের জনগণ গণতন্ত্র ফিরে পাক। কিন্তু এখনো দেশে ষড়যন্ত্র চলমান রয়েছে, আর এসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে হবিগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আব্দুস সালাম বলেন, “যদি দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত হতো, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত সংস্কারক। তাকে নিয়ে গবেষণা হওয়া দরকার এবং তার আদর্শকে অনুসরণ করেই আমাদের সামনে এগোতে হবে।”

তিনি আরও বলেন, “এক সময়ের স্বৈরাচারী সরকার জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছিল বলেই আজ তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজি এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ এবং জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন।

অনুষ্ঠান শেষে ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, খাতা, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের Apr 19, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025
img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025
img
সোশ্যাল মিডিয়া নয়, সাফল্যের মানদণ্ড হচ্ছে কাজ: পূজা হেগড়ে Apr 19, 2025
img
সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক Apr 19, 2025
img
‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করবে এনসিপি Apr 19, 2025
img
কক্সবাজার সৈকত থেকে ১২ রোহিঙ্গা আটক Apr 19, 2025