এই প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ভারতের একমাত্র অফিসিয়াল এন্ট্রি ‘হোমবাউন্ড’-এর জন্য অংশ নিচ্ছেন তিনি, যা নির্বাচিত হয়েছে ‘আঁ সঁর্তাঁ রেগার’ বিভাগে।
‘হোমবাউন্ড’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘মাসান’ ও ‘সেক্রেড গেমস’ খ্যাত নির্মাতা নীরজ ঘেওয়ান। এই ছবিতে সমাজ ও ব্যক্তিগত আবেগের গভীর স্তর ফুটিয়ে তুলেছেন তিনি। জানা গেছে, এই চলচ্চিত্রে জানভির অভিনয় এতটাই পরিণত ও আবেগঘন যে, অনেকেই একে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে দেখছেন।
এই অংশগ্রহণ শুধুমাত্র রেড কার্পেটের গ্ল্যামার নয়, বরং জাহ্নবীর অভিনয়জীবনের এক গ্লোবাল টার্নিং পয়েন্ট হিসেবেও বিবেচিত হচ্ছে। একসময় ‘স্টার কিড’ তকমা পাওয়া জানভি আজ নিজেকে প্রমাণ করেছেন এক প্রতিভাবান অভিনেত্রী হিসেবে।
এর আগে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘মিলি’-তে আবেগঘন চরিত্রে এবং ‘দেভারা’-তে প্যান-ভারতীয় নায়িকা হিসেবে নজর কাড়েন জানভি। এছাড়া ‘পেড্ডি’ সিনেমায় রাম চরণ-এর সঙ্গে তাঁর জুটি নিয়েও আগ্রহ রয়েছে দর্শকদের।
কান চলচ্চিত্র উৎসবে তাঁর উপস্থিতি শুধু এক ফ্যাশন মুহূর্ত নয় — বরং এটি তাঁর সিনেমা ক্যারিয়ারের এক নতুন, গ্লোবাল অধ্যায়। করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখলেও, জাহ্নবী কাপুর আজ নিজেই গড়ে তুলছেন নিজের পরিচয় — আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নিচ্ছেন আত্মবিশ্বাসের সঙ্গে।
আরএ