প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পেয়েই আলো ছড়িয়েছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। যদিও অভিষেক ম্যাচে একাদশে জায়গা হয়নি, তবে লাহোর কালান্দার্স তাদের দ্বিতীয় ম্যাচেই তাকে মাঠে নামায়। আর রিশাদও আস্থার প্রতিদান দেন দুর্দান্তভাবে—পিএসএল অভিষেকে তুলে নেন তিনটি উইকেট এবং দলের জয়ে রাখেন বড় ভূমিকা।
রোববার আগে ব্যাট করে ফখর জামান ও স্যাম বিলিংসের ঝলমলে ইনিংসে লাহোর তোলে ৬ উইকেটে ২১৯ রান। ফখর করেন ৩৯ বলে ৬৭ রান, বিলিংস ১৯ বলে অপরাজিত ৫০। ইনিংসের শেষ দিকে এক বল খেলে এক রান করেন রিশাদ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কোয়েট্টা গ্লাডিয়েটার্স পড়ে যায় চাপে, দ্রুতই হারিয়ে ফেলে ৪টি উইকেট। সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ। তবে পরের ওভারে ভয়ংকর রাইলি রুশোকে দুর্দান্ত গুগলিতে বোল্ড করে দেন তিনি, রুশো করেন ১৯ বলে ৪৪ রান।
১৩তম ওভারে আবার বল হাতে ফিরে আরও দুই উইকেট শিকার করেন রিশাদ। মোহাম্মদ আমিরকে বোল্ড করেন লেগ ব্রেকে, এরপর আবরার আহমেদকে ক্যাচ আউট করান নাঈমের হাতে। শেষ পর্যন্ত কোয়েট্টা অলআউট হয়ে যায় ১৬.২ ওভারে ১৪০ রানে।
রিশাদ ৩১ রান খরচে নেন ৩টি উইকেট, যা ছিল দলের সর্বোচ্চ। আগামী মঙ্গলবার করাচি কিংসের মুখোমুখি হবে তার দল লাহোর কালান্দার্স।
এসএস/এসএন