যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য আরব উপসাগরীয় দেশগুলোর সহায়তা পেতে মরিয়া সিরিয়া। এই লক্ষ্যে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আল-শারা।
রবিবার (১৩ এপ্রিল) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর এটিই শারার প্রথম আমিরাত সফর।
এর আগে, গত ডিসেম্বরে আমিরাতের প্রেসিডেন্ট উপদেষ্টা আনোয়ার গারগাশ সিরিয়ার নতুন শাসকদের ইসলামপন্থী সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে জানুয়ারির মাঝামাঝি সময়ে শারা ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কথা হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার টেলিগ্রাম চ্যানেল থেকে জানানো হয়েছে, শারা সফরে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শায়বানিকে সঙ্গী করেছেন। এই সফরে দুই দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়ার নতুন নেতৃত্ব নিয়ে আমিরাতের মধ্যে এখনো গভীর সংশয় বিরাজ করছে। রাজনৈতিক ইসলাম ও তুরস্কের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগ থেকেই এ দ্বিধার সৃষ্টি। যদিও চলতি বছরের শুরুতেও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবুধাবি সফর করেছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ পেরিয়ে দেশটির বর্তমান সরকার অর্থনৈতিক পুনর্গঠনের পথে আন্তর্জাতিক সহায়তা পেতে মরিয়া। নিষেধাজ্ঞা-পীড়িত অর্থনীতি চাঙা করতেই এই কূটনৈতিক তৎপরতা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এসএস/এসএন