ট্রাম্পকে হত্যার টাকা জোগাড় করতে বাবা-মাকে খুন করে কিশোর!

১৭ বছর বয়সি নিকিতা কাসাপের বিরুদ্ধে তার মা তাতিয়ানা কাসাপ এবং বাবা ডোনাল্ড মেয়ারকে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বাড়িতে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান ডব্লিউআইএসএনের হাতে আসা একটি ফেডারেল হলফনামা অনুযায়ী, নিকিতা কাসাপ লিখিত নথি ও ক্ষুদে বার্তার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়েছিল এবং মার্কিন সরকারকে উৎখাতের ডাক দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কাসাপের বিরুদ্ধে বাবা-মাকে হত্যার পরিকল্পনা, ড্রোন এবং বিস্ফোরক কেনা এবং একজন রুশ ভাষাভাষীসহ অন্যদের সঙ্গে তার পরিকল্পনা শেয়ার করার অভিযোগ এনেছে।

তদন্তকারীরা এসব নথি ও ক্ষুদে বার্তা খুঁজে পেয়েছেন। তারা বলেছেন, তার বাবা-মাকে হত্যার অভিযোগটি এমন একটি প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে, যার উদ্দেশ্য ছিল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘আর্থিক সামর্থ্য ও ব্যক্তিস্বাধীনতা’ অর্জন করা।

উইসকনসিনে কিশোরটির বিরুদ্ধে ৯টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দুটি প্রথম শ্রেণির হত্যা এবং দুটি মৃতদেহ লুকানোর অভিযোগ।

গত মাসে ওয়াউকেশা কাউন্টি কর্তৃপক্ষ নিকিতা কাসাপের বিরুদ্ধে সরাসরি হত্যা, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনে। তার বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারিতে মিলওয়াকির বাইরে নিজেদের বাড়িতে মা তাতিয়ানা ক্যাসাপ এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে নিকিতা। এরপর নগদ ১৪ হাজার ডলার, পাসপোর্ট এবং পালিত কুকুর নিয়ে পালায়। পরে মার্চে কানসাসে তাকে গ্রেফতার করা হয়।

১০ লাখ ডলার বন্ডে ওয়াউকেশা কাউন্টি জেলে আটক কাসাপকে আগামী মাসে আদালতে হাজির করা হবে। কাউন্টি প্রসিকিউটররা ফেডারেল অভিযোগের একটি আভাস দিয়েছেন।

এ বিষয়ে সিএনএন কাসাপের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে। কাউন্টির নথি অনুযায়ী, নিকিতা এখনো কোনো রাষ্ট্রীয় অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করেনি।
আদালতের নথিতে বলা হয়, শুনানির জন্য আগামী ৭ মে কাসাপের ওয়াউকেশা কাউন্টি আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রণবীরের ‘রামায়ণ’এ রাবণ যশ!শুটিংয়ের আগে ‘কেজিএফ’তারকার পূজা Apr 22, 2025
img
সাকিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক Apr 21, 2025
img
বাগেরহাটে তৈরি নান্দনিক কাঠের ঘর যাচ্ছে বিদেশে Apr 21, 2025
img
ডিসেম্বরের মধ্যে ভোট চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি Apr 21, 2025
img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025