রণবীরের ‘রামায়ণ’এ রাবণ যশ!শুটিংয়ের আগে ‘কেজিএফ’তারকার পূজা

নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে ‘রামায়ণ’-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। বলিউডের রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি ‘কেজিএফ’ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। ‘রামায়ণ’-এর একপ্রস্থ শুটিং আগেই সেরে ফেলেছেন রণবীর কাপুর। এবার রাবণের ভূমিকায় দক্ষিণী তারকা যশ শুটিং শুরু করতে চলেছেন। আর সেই শুভ কাজের প্রাক্কালেই উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা গেল ‘কেজিএফ’ তারকাকে।
 
মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝরঝরে হিন্দিতে যশ বলেন, “খুব খুশি হয়েছি। শিব ঠাকুরের আশীর্বাদ দরকার ছিল। আর আমি শিবের খুব ভক্ত। ছোটবেলা থেকেই আমাকে দেবারু বলে ডাকেন অনেকে। আমার বাড়ির কুলদেবতাও শিবই।” পর্দায় রাম-রাবণের যুদ্ধ আসন্ন। তার প্রাক্কালে ‘কেজিএফ’ তারকা যশের পুজো দেওয়া ইতিবাচক বলে মনে করছেন অনেকে। সূত্রের খবর, যশের জন্য যুদ্ধের অংশগুলি বড় পরিসরে সাজানো হচ্ছে।

যুদ্ধে রাবণের কৌশলগত দক্ষতা পর্দায় তুলে ধরার জন্য অ্যাকশন কোরিওগ্রাফে বেশি করে জোর দেওয়া হয়েছে। ভিএফএক্স এখানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই রাম-রাবণের সম্মুখ সমরের দৃশ্যের শুটিংয়ে রণবীরের প্রয়োজন এখনও পর্যন্ত হয়নি। আপাতত যশকে নিয়েই শুটিং হবে। তবে এই পর্বে ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ অভিনেতারাও যশের সাথে যোগ দেবেন। রীতিমতো মনে সাহস জুগিয়েই বড়পর্দায় রামায়ণ আনতে চলেছেন নীতিশ। সূত্রের খবর, ২০২৫ সালের দিওয়ালির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা। কারণ ২০২৬ সালে প্রথম পর্ব মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে আসার কথা।
 
এই ছবিতে কৈকেয়ীর চরিত্রে নাকি মনীষা কৈরালার কথা ভাবা হয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। আর শূর্পণখার ভূমিকায় রকুলপ্রীত সিং। গতবছর ‘আদিপুরুষ’ ঝড়ের মাঝেই রণবীর কাপুরের রাম হওয়ার ঘোষণা হয়েছিল। তবে বাকি কাস্টিং নিয়ে ধন্দ ছিল! পরে শোনা গেল, রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে। অন্যদিকে হনুমানের ভূমিকায় বলিপাড়ার সানি দেওলকে চূড়ান্ত করেছেন নির্মাতারা। নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ খ্যাতনামা দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে দেখা যাবে বিভীষণের চরিত্রে। ‘জওয়ান’, ‘মেরি ক্রিসমাস’ সিনেমার পর থেকে সেতুপতি হিন্দি ছবির দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

ইতিমধ্যেই নীতিশের সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে সেতুপতির। যদিও সই-সাবুদ হয়নি, তবে অভিনেতা নাকি সবুজ সংকেত দিয়েছেন। এই স্টার কাস্টিং যদি চূড়ান্ত হয়, তাহলে ভারতীয় দর্শকরা যে এক অন্যতম ম্যাগনাম অপাস উপহার পেতে চলেছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। অমিতাভ বচ্চন, সানি দেওল, রণবীর কাপুর হোক বা যশ, বিজয় সেতুপতি ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যেকের জনপ্রিয়তাই মারাত্মক। উপরন্তু নীতিশ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।”


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি Apr 22, 2025
img
বাঁশঝাড়ে গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা লাশ, ভুট্টাক্ষেতে পড়ে ছিল জুতা Apr 22, 2025
img
‘গেঞ্জি দিলা না’, শ্রীপুরে ওসির ৫ লাখ ‘ঘুষ চাওয়ার’ অডিও ফাঁস Apr 22, 2025
img
মমতাজদের মতো সংরক্ষিত নারী আসন প্রয়োজন নেই: সরওয়ার তুষার Apr 22, 2025
img
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চলতি সপ্তাহেই: ট্রাম্প Apr 22, 2025
img
মোদির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট Apr 22, 2025
img
গাজাবাসীর প্রতি আবারও সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি Apr 22, 2025
img
‘আগে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হত, সেই দিন শেষ’ Apr 22, 2025
img
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক বাংলাদেশির Apr 22, 2025
img
কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা Apr 22, 2025