বলিউড ইন্ডাস্ট্রিতে রজতজয়ন্তী, মেঘনার ছবিতে কারিনা

ক্রাইম থ্রিলার তৈরি করছেন মেঘনা গুলজ়ার। সেই ছবির নাম ‘দায়রা’। কারিনা কাপুর খান রয়েছেন সেই ছবিতে। তাঁর সঙ্গে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারনও। ‘রাজ়ি’ ও ‘তলওয়ার’ তৈরি করার পর ফের একই প্রযোজকের সঙ্গে হাত মিলিয়ে ছবিটি তৈরি করছেন মেঘনা। ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।

অপরাধ, আইন ও বিচার পাওয়া নিয়ে গল্প ‘দায়রা’র। দুটি ভিন্ন পেশার মানুষকে নিয়ে ছবির চিত্রনাট্য। ইন্ডাস্ট্রিতে ২৫তম পূর্তির বছরে এমন একটি ছবির প্রস্তাবে উচ্ছ্বসিত কারিনা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হিন্দি সিনেমায় ২৫ বছর অভিনয় করলাম। আমার পরবর্তী ছবি ‘দায়রা’ তৈরি হচ্ছে। খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে হচ্ছে। এই ছবির ডিরেক্টরের চেয়ারে বসেছেন আমাদের সবার প্রিয় মেঘনা গুলজ়ার। তাঁর ‘তলওয়ার’ ও ‘রাজ়ি’ আমি দেখেছি। দারুণ ভালো লেগেছে। মেঘনার পরিচালনা আমার ভালো লাগে। তাঁর সঙ্গে কাজ করার স্বপ্ন অনেকদিনের। সেটাই পূরণ হচ্ছে বলা চলে। আমার সহ-অভিনেতা পৃথ্বীরাজ খুবই প্রতিভাবান। ছবির বলিষ্ঠ চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছি। মেঘনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

‘এল২: এম্পুরান’ ছবিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ। সেটি ছিল একটি মালয়ালি ছবি। হিন্দি ছবি ‘দায়রা’-এ কাজ করার জন্য অপেক্ষায় তিনিও। বলেছেন, ‘যখন আমাকে চিত্রনাট্য পড়ে শোনানো হয়, এত ভালো লেগেছিল যে, বুঝেই গিয়েছিলাম এটায় আমায় অভিনয় করতেই হবে। চরিত্রটা আমার ভালো লেগেছে। আমার দৃঢ় বিশ্বাস, জনসাধারণের আবেগকে ধরতে পারবে এই ছবি।’ ‘দায়রা’র গল্প লিখেছেন তিনজন— মেঘনা, সীমা ও যশ।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
‘শ্রমিক ইউনিয়ন নির্মূলের কাজে সহযোগিতা করছে প্রশাসন’ Apr 18, 2025
img
সুরমা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার Apr 18, 2025
img
পুরনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আবারো জুলাইতে ফিরে যাব : খান তালাত মাহমুদ রাফি Apr 18, 2025
img
আমি শাহরুখের থেকেও বেশি ব্যস্ত : অনুরাগ কাশ্যপ Apr 18, 2025
img
কর্ণফুলীতে আগুনে পুড়ল ৬ ঘর, দগ্ধ ৩ Apr 18, 2025
img
নিজস্ব স্বার্থে পরিচালিত হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি : উপ-প্রেসসচিব Apr 18, 2025
img
গাজা সফরকারীদের ভিসা তদন্তে সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র Apr 18, 2025
img
উইলিয়ামসনের চোখে ভবিষ্যতের সেরা পাঁচ ক্রিকেটার Apr 18, 2025
img
গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র, তালিকায় আছে বাংলাদেশিরাও Apr 18, 2025
img
বাবর-রিজওয়ানকে নিয়ে সমাধান দিলেন ইউনিস খান Apr 18, 2025