‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। তাদের একটা অংশের বিরাজনীতিকরণের চক্রান্তের সামনে পথের কাঁটা কেবল শহিদ ওয়াসিম আকরামের মতো ছাত্রনেতারা।’সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নাছির তার পোস্টে বলেন, ‘আজ সরকারি আয়োজনে মানিক মিয়া এভিনিউতে ‘ড্রোন শো’ হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হচ্ছে।কিন্তু শুধু শহিদ আবু সাঈদ এবং মীর মুগ্ধকে স্মরণ করা হচ্ছে। দুঃখজনকভাবে আবু সাঈদের একই সময়ে শহিদ হওয়া চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি।’

তিনি বলেন, ‘কিছুদিন আগে গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের কর্মসূচিতে শহিদ ওয়াসিম আকরামের নাম বলেনি। তারা গণঅভ্যুত্থানের শহিদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহিদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করেছে।

একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা এ রকম করতেই পারে। কিন্তু এর আগে পাঠ্যপুস্তক থেকে শহিদ ওয়াসিম আকরামের নাম বাদ দিয়েছিল সরকার। সরকার উদ্দেশ্যমূলকভাবে শহিদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চায়।’

ছাত্রদলের এ শীর্ষ নেতা বলেন, ‘শহিদ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয় বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন শহিদ ওয়াসিম আকরাম। শহিদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অংশগ্রহণের ইতিহাস সুদীর্ঘ।’

নাছির উদ্দিন আরও বলেন, তাই তারা ইচ্ছাকৃতভাবে শহিদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করে। আমরা কেউ এতে বিচলিত নই। শহিদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যত দিন দেশের মানুষের মননে গণতান্ত্রিক চেতনা সমুন্নত থাকবে, শহিদ ওয়াসিম আকরাম তত দিন অমর হয়ে থাকবেন।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

আমাদের যেতে হবেনা, ভারত আমাদের দেশে আসবে Apr 16, 2025
ডাকবিভাগে নতুন সংযোজন, সময় বাঁচবে ডাকপিয়নদের Apr 16, 2025
রেলওয়ের ভূমি দখল নিয়ে যে জবাব দিলেন মির্জা আব্বাস Apr 16, 2025
ঢাকায় যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিকের সফর নিয়ে যা জানা গেল Apr 16, 2025
কুয়েটে সাময়িক বহিষ্কার ৩৭ শিক্ষার্থী, হল খুলবে ২ মে Apr 16, 2025
বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদটা দরকার ছিল:মেলিন্ডা গেটস Apr 16, 2025
যেভাবে এআই নির্ভর পদ্ধতি জন্ম দিলো বিশ্বের প্রথম শিশু Apr 16, 2025
নির্দেশ অমান্য করায় হার্ভার্ডে অনুদান স্থগিত ট্রাম্পের Apr 16, 2025
রাশিয়ার সামনে টিকল না মার্কিন যুদ্ধবিমান Apr 16, 2025
ওপারে পাড়ি জমালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ Apr 16, 2025