যে কারণে ভেঙেছিল রণবীর ও দীপিকার প্রেম

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্কের কথা অজানা নয় কারও। মোটামুটি একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তারা। ‘বচনা অ্যায় হাসিনো’ সিনেমায় ২০০৮ সালে একসঙ্গে জুটি বাঁধেন বলিউডের এই হিট জুটি।
 
সেই সময় থেকেই প্রেম শুরু হয় তাদের। নানা পার্টি থেকে ইন্ডাস্ট্রির একাধিক অনুষ্ঠান, বিভিন্ন মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়। প্রেম এতটাই গভীর ছিল তাদের যে দীপিকা একটা সময়ে পিঠে ট্যাটু করে রণবীরের নামের অক্ষর খোদাই করেছিলেন। তবে দুঃখের বিষয় এই সম্পর্ক টেকেনি তাদের।

দীপিকা-রণবীরের প্রেম নিয়ে কী বলেছিলেন নীতু কাপুর? একটি অনুষ্ঠানে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের ব্রেকআপ নিয়ে কথা বলেন নীতু। রণবীর নাকি ঠকিয়েছেন দীপিকাকে। একটা সময় এমন অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। যদিও ছেলেকে নিয়ে এমন মন্তব্য একেবারেই মেনে নিতে নারাজ নীতু।
 
একটি পুরোনো সাক্ষাৎকারে নীতুকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না ওর অনেক বান্ধবী আছে। কেবল একজনই ছিল, সে দীপিকা। আমার মনে হয় হয়ত সম্পর্কের মধ্যে কিছু একটার অভাব ছিল। সম্পর্ক তো সবারই থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে সকলে এগিয়েও যান। যদি তাঁদের সম্পর্ক এতটাই নিখুঁত হতো, তা হলে সম্পর্ক ভেঙে যেত না।’
 
একইসঙ্গে নীতুর আরও জানান, তিনি কোনও ভাবেই দীপিকাকে ‘খারাপ’ বলতে চান না। কখনও তার মনেও হয়নি মেয়েটি কোনও দিক থেকে খারাপ। তার কথায়, ‘বিয়ে করো না বা এইরকম বান্ধবী রেখো না, এমন মন্তব্য তো কখনও করব না। রণবীর যা করতে চায়, সেটা ওর উপরই নির্ভর করবে। তবে আমি আমার তরফে যতটুকু সম্ভব মতামত জানিয়েছে। বাকি সিদ্ধান্ত ও নিত।’
তবে বর্তমানে দু’জনে নিজেদের মতো করে তাঁদের জীবনে এগিয়ে গিয়েছেন। দীপিকা ও রণবীর বিবাহিত। শুধু তাই নয়, তাদের দু’জনেরই কন্যা সন্তান রয়েছে।


এমআর/টিএ


Share this news on: