আ. লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।

আহতদেরকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, মৌটুপি গ্রামের সরকার বাড়ির ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শাফায়েত উল্লাহর সমর্থক ও একই গ্রামের কর্তা বাড়ির সাবেক ও চেয়ারম্যান বিএনপি নেতা মো. তোফাজ্জল হকের সমর্থকদের মধ্যে দীর্ঘ ৫৬ বছর ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুইপক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে।

এ বিষয়ে ভৈরব সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. নাজমুস সাকিব জানান, সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।পরিস্থিতি শান্ত রয়েছে।


এমআর/টিএ


Share this news on: