বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। অল্প বয়সেই ধরা দিয়েছিলেন মিউজিক ভিডিওতে। এরপর শাহিদ কাপুরের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। মাত্র ১৮ বছর বয়সেই পা রাখেন রূপালি পর্দায়। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু হিট ছবি। সুপারস্টার সালমান খানের সঙ্গেও শেয়ার করেছেন স্ক্রিন। কিন্তু হঠাৎ করেই লাইমলাইটের বাইরে।
বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে আয়েশা। কিন্তু আলোচনায় ঠিকই রয়ে গেছেন। দীর্ঘদিন পর গত বছর হঠাৎ করেই প্রকাশ্যে আসেন। তাকে দেখে চমকে যান খোদ ইন্ডাস্ট্রির লোকজনই। প্লাস্টিক সার্জারি করে আমূল বদলে ফেলেছেন।
তিনি অভিনয় দিয়ে থিতু হতে পারেননি। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন, তার ভাগ্য তার প্রতি সহায় ছিল না। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীন বলিউডকে বিদায় জানান এ অভিনেত্রী।
বলিউডে পা রেখেই আয়েশা প্রেমে পড়েছিলেন মনীষা কৈরালার ভাই সিদ্ধার্থের। কয়েক বছর পর সে সম্পর্ক ভেঙে যায়। এরপর আমিশা প্যাটেলের ভাই অস্মিতের সঙ্গেও কিছুদিন প্রেম করেন আয়েশা। সেটাও বেশিদিন টেকেনি।
অবশেষে তিনি ২০০৮ সালে বিয়ে করেন ব্যবসায়ী ফারহান আজমিকে। ২০০৯ সালে ধর্মান্তরিত হন। নিজের নাম রাখেন আয়েশা আজমি। মূলত মুসলিম যুবককে বিয়ে করেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমান এই অভিনেত্রী সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
প্রসঙ্গত, ২০০৪ সালে শহিদ কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। এরপর ‘সোচা না থা’, ‘সালামে ইশক’, ‘ওয়ান্টেড’, ‘পাঠশালা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন।
এমআর/টিএ