সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে ‘অলৌকিক কিছু’ চায় ডর্টমুন্ড

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছাতে হলে ঘরের মাঠে অলৌকিক কিছু করে দেখাতে হবে বরুশিয়া ডর্টমুন্ডকে। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৪-০ গোলের বড় পরাজয়ের পর ফিরতি লেগে নিজেদের ভিন্ন চেহারায় মেলে ধরার আহ্বান জানিয়েছেন জার্মান ক্লাবটির কোচ নিকো কোভাচ।

সোমবার এক সংবাদ সম্মেলনে কোভাচ বলেন, “আমরা জানি আমাদের অবস্থা কঠিন। তবে ফুটবলে অলৌকিক ঘটনা ঘটে। প্রথম মিনিট থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে এবং সমর্থকদের পাশে দরকার হবে আমাদের।”

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

প্রথম লেগে বার্সার হয়ে জোড়া গোল করেন সাবেক ডর্টমুন্ড তারকা রবার্ত লেভানদোভস্কি। বর্তমানে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সেলোনা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ২০২৫ সালে এখনো অপরাজিত একমাত্র দল তারাই।

তবে গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে দুশ্চিন্তার কারণ হতে পারে ডর্টমুন্ড অধিনায়ক এমরে কানের অনুপস্থিতি। পেশির চোটে মাঠের বাইরে থাকতে পারেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।


এসএস/এসএন

Share this news on: