ক্লাব বিশ্বকাপে নেই স্পেন-ইতালির কোনো রেফারি

নতুন ফরম্যাটে আয়োজিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের জন্য রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ফিফা। তবে এতে জায়গা হয়নি স্পেন ও ইতালির কোনো রেফারির।

৩২ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত এই আসরটি যুক্তরাষ্ট্রে শুরু হবে আগামী ১৪ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত।

সোমবার ফিফার প্রকাশিত তালিকায় ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) নাম রয়েছে। ইউরোপ থেকে নির্বাচিত ১১ জন রেফারির মধ্যেও স্পেন ও ইতালির কেউ নেই, যা নজর কাড়ার মতো।


এসএস/এসএন

Share this news on: